ফ্যাসিস্ট শেখ হাসিনা সব ধ্বংস করে দিয়েছে-আহমেদ আলী মুকিব
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা গত ১৬ বছরে দেশের সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। গ্রাম-গঞ্জে, ঘরে ঘরে, পরিবারগুলোতে রাজনীতি ঢুকিয়ে বিভেদ সৃষ্টি করেছে। কোন সেক্টর বাকি নেই যেখানে রাজনীতি ঢুকানো হয়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনা রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব ধ্বংস করেছে।
তিনি বলেন, ১০ টাকা কেজি চাল খাওয়ানোর আশ্বাস দিয়ে ক্ষমতা নিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা। কিন্তু চাল খাইয়েছে ৭০ টাকা কেজি। মিথ্যা বলা, ধোকা দেয়া আর প্রতারণাই তার ধর্ম। ১৬টি বছর মানুষের সাথে প্রতারণা করেছে। দেশের কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। এখন বিদেশে পালিয়ে গিয়ে এসব টাকা খাচ্ছে।
তিনি বলেন, এখন দেশকে ধ্বংসযজ্ঞ থেকে টেনে তুলতে হবে। এ লক্ষ্যেই কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার তাকে গত ১৬ বছর ধরে দেশে ফিরতে দিচ্ছেনা। তিনি বিদেশে অবস্থান করেও প্রিয় মাতৃভূমিকে সুখী সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন নিয়ে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
বুধবার ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও রক্তদান পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বত্তৃতায় এসব কথা বলেন। এ সময় তিনি ৩ বারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চান। হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক সৈয়দ মুশফিক আহমেদ,
জেলা যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ কোহিনুর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমদাদুল হক ইমরান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রুবেল আহমেদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান ফয়সাল, মোহাম্মদ কামরুল ইসলাম, হাসানুল হোসাইন সৌরভ, শফিউল আলম সিদ্দিকী, মোঃ সুয়েব রানা, মোহাম্মদ রফিকুর রহমান জাকারিয়া চৌধুরী রতন প্রমূখ।