ভারত যড়যন্ত্র করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়: জিকে গউছ
বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন. ফ্যাসিবাদী হাসিনা দেশকে ধ্বংস করে পালালেও তার দোসর বিভিন্নভাবে দেশে ষড়যন্ত্র করছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। ভারত যড়যন্ত্র করে দেশের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে চায়।
ভারতের সব যড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একতাবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। এখনো ফ্যাসিবাদী হাসিনার দোসর বিভিন্নভাবে দেশে ষড়যন্ত্র করছে। বীরের বেশে তারেক জিয়া দেশে ফিরে আসবেন।
মঙ্গলবার বিকালে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ভারতের আগরতলাসহ বাংলাদেশের উপ-হাইকমিশনসমূহে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জিকে গউছ এসব কথা বলেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি আমিনুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী হাসিনার আমলে বাংলাদের হাজার হাজার বিএনপি নেতাকর্মী বিনা অপরাধে আদালতের ফরমায়েশি রায়ে মাসের পর মাস জেল জুলুমের শিকার হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ প্রমুখ।