ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজ সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী Logo সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যুগ্ম-সচিব বর্তমান কমিটির প্রচেষ্টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব নান্দনিক হয়েছে Logo সাতছড়ি, রেমা-কালেঙ্গাঘেরা চুনারুঘাটে পর্যটনের বিপুল সম্ভাবনা, অভাব পরিকল্পনার Logo দখল-দূষণে অস্তিত্ব হারাচ্ছে হবিগঞ্জের নদ-নদী Logo শায়েস্তাগঞ্জ অলিপুর পুলিশ ক্যাম্প চালু হওয়ায় শিল্প এলাকার বেড়েছে নিরাপত্তা ব্যবস্থা Logo নবীগঞ্জে টমটম-সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত Logo পর্যটন শিল্পে সম্ভবনাময় উপজেলা চুনারুঘাট Logo বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, চক্রান্ত করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না- জি কে গউছ Logo মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২ Logo শায়েস্তাগঞ্জে মামলার জেরে দুই পরিবারকে সমাজচ্যুতের অভিযোগ

মরহুম মোঃ আব্দুর রহিম সমাজে দায়িত্বশীলতার অনন্য উদাহরণ-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥

‘মরহুম আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম সমাজে দায়িত্বশীলতার অনন্য উদাহরণ। তিনি নিজে অসুস্থ থাকলেও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছুটে যেতেন; সাধ্যমত সহায়তা দিতেন। মানুষের কাজে নিজেকে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত নিয়োজিত রেখেছেন। তাঁর এই আকষ্মিক চলে যাওয়া সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।’

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল সন্ধ্যায় পৌর মিলনায়তনে আয়োজিত শোকসভায় এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগ নেতা ও রিচি ইউপি চেয়ারম্যান সদ্য প্রয়াত মোঃ আব্দুর রহিম স্মরণে জেলা আওয়ামী লীগ আয়োজিত এ শোকসভায় তিনি সভাপত্বি করেন।

এমপি আবু জাহির আরও বলেন, ‘আওয়ামী লীগের সকল দুঃস্বময়ে আব্দুর রহিম আমার সঙ্গে অগ্রভাগে থেকে সংগঠনকে শক্তি যুগিয়েছেন। হবিগঞ্জ সদর, বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলাসহ যে কোন এলাকার মানুষ প্রয়োজনে তাঁকে পাশে পেতেন।’
শোকসভায় প্রয়াত ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান এমপি আবু জাহির। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী সভার সঞ্চালনা করেন।

এতে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ অসীত রঞ্জন দাশ, উপদেষ্টা অ্যাডভোকেট শ্যামল কান্তি রায় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, উপদেষ্টা মুকুল আচার্য্য, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান শামীম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক কাউন্সিলর গৌতম কুমার রায়, জেলা যুবলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন চৌধুরী সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা কৃষক লীগের সদস্য সচিব আব্দুর রউফ, জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ সাইফ ই রহমান তন্ময়। জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান মোনাজাত পরিচালনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
১১৫ বার পড়া হয়েছে

মরহুম মোঃ আব্দুর রহিম সমাজে দায়িত্বশীলতার অনন্য উদাহরণ-এমপি আবু জাহির

আপডেট সময় ১১:৩৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

‘মরহুম আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম সমাজে দায়িত্বশীলতার অনন্য উদাহরণ। তিনি নিজে অসুস্থ থাকলেও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছুটে যেতেন; সাধ্যমত সহায়তা দিতেন। মানুষের কাজে নিজেকে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত নিয়োজিত রেখেছেন। তাঁর এই আকষ্মিক চলে যাওয়া সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।’

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল সন্ধ্যায় পৌর মিলনায়তনে আয়োজিত শোকসভায় এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগ নেতা ও রিচি ইউপি চেয়ারম্যান সদ্য প্রয়াত মোঃ আব্দুর রহিম স্মরণে জেলা আওয়ামী লীগ আয়োজিত এ শোকসভায় তিনি সভাপত্বি করেন।

এমপি আবু জাহির আরও বলেন, ‘আওয়ামী লীগের সকল দুঃস্বময়ে আব্দুর রহিম আমার সঙ্গে অগ্রভাগে থেকে সংগঠনকে শক্তি যুগিয়েছেন। হবিগঞ্জ সদর, বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলাসহ যে কোন এলাকার মানুষ প্রয়োজনে তাঁকে পাশে পেতেন।’
শোকসভায় প্রয়াত ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান এমপি আবু জাহির। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী সভার সঞ্চালনা করেন।

এতে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ অসীত রঞ্জন দাশ, উপদেষ্টা অ্যাডভোকেট শ্যামল কান্তি রায় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, উপদেষ্টা মুকুল আচার্য্য, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান শামীম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক কাউন্সিলর গৌতম কুমার রায়, জেলা যুবলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন চৌধুরী সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা কৃষক লীগের সদস্য সচিব আব্দুর রউফ, জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ সাইফ ই রহমান তন্ময়। জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান মোনাজাত পরিচালনা করেন।