ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচন আজ, তীব্র লড়াইয়ে সুনাক-স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক

আজ (৪ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং বিরোধী লেবার পার্টি।

নির্বাচনী প্রচারণার শেষ দিনে প্রচারণা চালান কনজারভেটিভ পার্টির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং লেবার প্রধান স্টারমার।

সারভেশনের নির্বাচন বিশ্লেষণে দেখা গেছে, পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে অন্তত ৪৮৪টিতে জয় পাবে লেবার পার্টি। টেনের ইতিহাসে সর্বোচ্চ আসনে জয়ের অন্যান্য কীর্তি গড়েছিল লেবার পার্টি। আর, কনজারভেটিভ পার্টি মাত্র ৬৪টি আসনে জয় পাবে বলে জানিয়েছে সংস্থাটি।

তবে, অন্যান্য নির্বাচনী পর্যবেক্ষক ও সংস্থাগুলো জানিয়েছে লেবার কম ব্যবধানেই জিতবে। তবে কেউই কনজারভেটিভরা আবারও জয় পাবে এমন কিছু বলেনি।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে পার্লামেন্টের মেয়াদ পাঁচ বছর হয়ে থাকে। সর্বশেষ ২০১৯ সালের নির্বাচনে জয়ী হয়েছিল ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
২১ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচন আজ, তীব্র লড়াইয়ে সুনাক-স্টারমার

আপডেট সময় ১১:৫১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

আজ (৪ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং বিরোধী লেবার পার্টি।

নির্বাচনী প্রচারণার শেষ দিনে প্রচারণা চালান কনজারভেটিভ পার্টির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং লেবার প্রধান স্টারমার।

সারভেশনের নির্বাচন বিশ্লেষণে দেখা গেছে, পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে অন্তত ৪৮৪টিতে জয় পাবে লেবার পার্টি। টেনের ইতিহাসে সর্বোচ্চ আসনে জয়ের অন্যান্য কীর্তি গড়েছিল লেবার পার্টি। আর, কনজারভেটিভ পার্টি মাত্র ৬৪টি আসনে জয় পাবে বলে জানিয়েছে সংস্থাটি।

তবে, অন্যান্য নির্বাচনী পর্যবেক্ষক ও সংস্থাগুলো জানিয়েছে লেবার কম ব্যবধানেই জিতবে। তবে কেউই কনজারভেটিভরা আবারও জয় পাবে এমন কিছু বলেনি।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে পার্লামেন্টের মেয়াদ পাঁচ বছর হয়ে থাকে। সর্বশেষ ২০১৯ সালের নির্বাচনে জয়ী হয়েছিল ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি।