শায়েস্তাগঞ্জের উন্নয়নে কাজ করছে ‘শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে’, নতুন কমিটি গঠন
সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জ জেলা। এ জেলায় প্রাকৃতিক গ্যাস, সিলিকা বালু, চা বাগান, হাওড় ও বিলের জন্য বিখ্যাত। গ্যাস সহজলভ্যতা ও যোগাযোগের উন্নত মাধ্যমকে কেন্দ্র করে জেলার শায়েস্তাগঞ্জে গড়ে ওঠেছে শিল্পাঞ্চল।
এ স্থানটির উন্নয়নে কাজ করছে বৃটেনের ঐতিহ্যবাহী সংগঠক শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে। সম্প্রতি যুক্তরাজ্যের বার্মিংহামের স্থানীয় কমিউনিটি হলে অনুষ্ঠিত দ্বি-বাষিক সম্মেলন ঘিরে সকল সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে ছিল প্রাণ চাঞ্চল্য। দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মীর গোলাম মোস্তফা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সুমন। অনুষ্ঠানে সংগঠনের বিগত দিনের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সুমন ও আর্থিক প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের ক্যাশিয়ার সেলিম চৌধুরী। সভায় সর্বসম্মতিক্রমে বিগত দিনের আয় ব্যয়ের হিসাব অনুমোদিত হয়। সভায় আনুষ্ঠানিকভাবে উপদেষ্টা মন্ডলীর কাছে বর্তমান কমিটির দায়িত্বভার অর্পণ করে বিদায়ী সভাপতি এডভোকেট মীর গোলাম মোস্তফা বর্তমান কমিটির বিলুপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমিতির উপদেষ্টাবৃন্দের তত্ত্বাবধানে আলোচনার ভিত্তিতে আব্দুল আহাদ সুমনকে সভাপতি, সেলিম চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ সাইদুর মীরকে কোষাধ্যক্ষ হিসেবে ২০২৪-২০২৬ সনের জন্য ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ গাজী, সহ-সভাপতি আব্দুস সালাম সবুজ,
সহ-সভাপতি সৈয়দ শামসুল আলম নমীর,সহ-সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক দেওয়ান সৈয়দ আব্দুর রব মোর্শেদ, সহ-ক্যাশিয়ার শামীম রশিদ, মহিলা সম্পাদিকা রৌশন আরা মনি, সাংগঠনিক সম্পাদক এনাম আহমেদ খান সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ সাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজজামান সোহাগ,
ত্রাণ ও মানবাধিকার সম্পাদক লিয়াকত চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক তাওহিদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রনি রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. জানে আলম সুজন, কার্যকরী সদস্য- সৈয়দ আনোয়ার রেজা, অলিউর রহমান শাহিন, রাকিব আহমেদ, মোস্তাক আহমেদ, মাসুক আহমেদ, হাজী আব্দুল কদ্দুছ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মৌলভীবাজার এসোসিয়েশন ম্যানচেস্টার-এর চেয়ারম্যান রুহুল আমিন রুহেল, হবিগঞ্জ এডুকেশন ট্রাস্টের সভাপতি তোফাজজল হোসেন চৌধুরী, মিডল্যান্ডস বিজনেস ফোরামের সভাপতি ফয়জুর রহমান চৌধুরী এমবিই, রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা কামাল আহমেদ, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সেক্রেটারী মোস্তফা কামাল বাবলু, প্রবাসে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডাঃ আব্দুল খালেক, সিনিয়র মিডিয়া ব্যক্তিত্ব গোলাম মোস্তফা চৌধুরী যুবরাজ, হবিগঞ্জ সোসাইটি ইউকের সভাপতি রানা মিয়া চৌধুরী,
হবিগঞ্জ সোসাইটি ইউকের ক্যাশিয়ার জিয়া উদ্দিন তালুকদার, কবি সৈয়দ ইকবাল, কবি নোমান আল মনসুর, এহসানুল বর চৌধুরী বাপ্পি, টিভি উপস্থাপক বেলাল বদরুল, জুম্মাহ আহমেদ লিটু, সংগঠনের সম্মানিত উপদেষ্টা আব্দুল মোমিন চৌধুরী বুলবুল, সৈয়দ মাহমুদুর রহমান বুলু, ব্যারিস্টার তারেক চৌধুরী, সৈয়দ মাহফুজ রেজা, গিয়াস উদ্দিন লন্ডনী,
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি গাজীউর রহমান গাজী, সহ-সভাপতি আব্দুস সালাম সবুজ, সৈয়দ শামসুল আলম নমীর, জালাল আহমেদ, কবি সৈয়দ আনোয়ার রেজা, লিয়াকত চৌধুরী, মোসতাক আহমেদ, মনসুর আহমেদ সাকিল, মোহাম্মদ মনিরুজজামান সোহাগসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ আলোচনায় অংশ গ্রহণ করেন এবং নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে এলাকার উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।