শায়েস্তাগঞ্জে জহুরচাঁন বিবি মহিলা কলেজ প্রতিষ্ঠাতা বিশিষ্ট দানবীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবিরের ইন্তেকাল
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ সাবাসপুরের বাসিন্দা বিশিষ্ট দানবীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ আব্দুল কবির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৩ মার্চ) সকালে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ জহুরচাঁন বিবি মহিলা কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
বিশিষ্ট দানবীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ আব্দুল কবির শায়েস্তাগঞ্জে জহুরচাঁন বিবি মহিলা কলেজ, হবিগঞ্জের আনন্দপুরে কবির কলেজিয়েট একাডেমি প্রতিষ্ঠাতা বিভিন্ন স্থানে মসজিদ, মাদরাসা ও কবরস্থান স্থাপন করে গেছেন। তিনি অসহায় লোকজনের পাশে থেকে নানাভাবে সহায়তা করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন প্রমুখ।