শায়েস্তাগঞ্জে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাজমুল হোসেনকে সংবর্ধনা
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ক্রিকেট একাডেমির অভিষেক অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাজমুল হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে এ সংবর্ধনা দেওয়া হয়।
শায়েস্তাগঞ্জ ক্রিকেট একাডেমির সভাপতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলীর সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় উপজেলা ছাত্রদলের আহবায়ক শামছুল আলম রিপনসহ প্রমুখরা বক্তব্য রাখেন। এ সময় অন্যান্য অতিথি ও একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে সংবর্ধিত ব্যক্তি জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাজমুল হোসেন বলেন- আমি শায়েস্তাগঞ্জের সন্তান। কঠোর শ্রম ও চেষ্টার মাধ্যমে জাতীয় দলের খেলোয়াড় হয়েছিলাম। আশা করি, শায়েস্তাগঞ্জ ক্রিকেট একাডেমি থেকে ভাল মানের খেলোয়াড় সৃষ্টি হয়ে জাতীয় দলে সুযোগ পাবে। এখানে আমার সার্বিক সহযোগীতা থাকবে।