সংবাদ শিরোনাম
শায়েস্তাগঞ্জে বিজ্ঞান মেলা উদ্বোধন
শায়েস্তাগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা-২০২৫ শুভ উদ্বোধন হয়েছে। বুধবার বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস।
শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন, অধ্যক্ষ মাওলানা সাহাব উদ্দিন, প্রভাষক ইয়াকুত মিয়া, প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, প্রধান শিক্ষক আবিদুর রহমানসহ প্রমুখরা।
উদ্বোধন শেষে মেলার স্টলগুলো পরিদর্শন করে অতিথিরা মুগ্ধ হন। তারা এ আয়োজনের প্রশংসা করেন। ইউএনও পল্লব হোম দাস বলেন- মেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয়েছে। এ মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে।
ট্যাগস :