শায়েস্তাগঞ্জে লেপ-তোশকের দোকানে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে লেপ-তোশকের দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া পাশের আরো ৩টি দোকানেরও ক্ষতি হয়।
বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজারের মোরগ হাটার মোঃ মকসুদ আলীর লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মকসুদ আলীর লেপ-তোশকের দোকান ছাড়াও টিয়া সেলুনসহ ৩টি দোকানের ক্ষতি হয়েছে।
শুক্রবার বিকেলে যোগাযোগ করা হলে- শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, প্রাথমিকভাকে ধারণা করা হচ্ছে আগুনে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় লোকজন আগুন নেভাতে সার্বিকভাবে সহায়তা করেছে। এরফলে বাজারের অন্যান্য দোকানপাট রক্ষা পেয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস।