ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প Logo দায়িত্ব নিয়েই বাইডেনের ৭৮ নির্বাহী আদেশ বাতিল করল ট্রাম্প Logo সাইবার নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার হবে: আইন উপদেষ্টা Logo বেনজীরের রিসোর্টে এনবিআরের বিশেষ অভিযান Logo সুনামগঞ্জে সাবেক কাউন্সিলর আহসান এর জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ Logo এবার পাকিস্তানের নাম থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি নিয়ে আপত্তি ভারতের Logo সুইজারল্যান্ড পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস Logo নাটোরে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণের মৃত্যু Logo শিল্পকারখানার বর্জ্য গিলে খাচ্ছে মাধবপুরে রাজখাল, পানি যেন কালো ছিটা Logo শায়েস্তাগঞ্জ শত বছরে উর্ধ্বে পুরনো রেলওয়ে জংশনে নেই সুযোগ-সুবিধা

শ্রীমঙ্গলের বাইক্কা বিলে অতিথি পাখির কলকাকলিতে মুখর

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :

জলের উপর কিচিরমিচির ও ঝাঁক বেঁধে নীল আকাশে ওড়ে বেড়ানো হাজার হাজার অতিথি পাখির কলকাকলিতে মুখর বাইক্কা বিল। শুধুমাত্র অভয় আশ্রমের মৎস ও জলে নেমে আসা শতাধিক প্রজাতির পাখির কম্পনে বিলের সৌন্দর্যকে অন্য জেলা থেকে ফারাক করেছে। এরকম সূরের ঝঙ্কার সিলেট বিভাগের আর কোথাও কর্ণপাত হয়না। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওর অধ্যষিত বাইক্কা বিল। এ বিলটি যেন পাখি আর মাছের স্বর্গ রাজ্য। বিলে সাইবেরিয়া, মালয়েশিয়া,ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর দক্ষিণাঞ্চল থেকে আসা এসব অতিথিদেও দেখা মেলে পৌষ আর মাঘ মাসে। এ সব দৃশ্য দেখতে রোজ বিকেলে প্রতিদিন ছুটে আসছেন দেশী বিদেশী হাজারো পর্যটক।

হাইল হাওরের পূর্বদিকের প্রায় ১শ হেক্টর আয়তনের জলাভূমি নিয়ে বাইক্কা বিল অবস্থিত। ২০০৩ সালে ভূমি মন্ত্রনালয় এই বিলটিকে মৎস্য সম্পদের একটি অভয় আশ্রম হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। তখন থেকে শুরু হয় অতিথি পাখির আগমন।

২০১১ সালের এক গবেষণায় বাইক্কা বিলে ২০৩টি প্রকার পাখি শনাক্ত করা হয়। বিলকে সংরক্ষিত এলাকা ঘোষণা করায় মৎস বৃদ্ধিও কারণে পাখির সংখ্যা প্রচুর পরিমানে বেড়ে যায় । বাংলাদেশ বার্ড ক্লাব, বিদেশী সংস্থা ও পাখি গবেষকরা প্রতি বছর এসে পাখির পরিসংখ্যান করে যায়।

ভিনদেশি পাখিদেও মধ্যে উল্যেখযোগ্য পাখিরা হলো- শঙ্খচিল, ভুবনচিল, পালাসীকুড়া, সরালি, মরচেরং, ভূতি হাঁস, গিরিয়া হাঁস, ল্যঞ্জা হাঁস, পানকৌড়ি, রাঙ্গাবক, কানিবক, গোবক, ধলাবক, ধুপনিবক পালাসীকুড়া ঈসল, দলপিপি, নেউপিপি, পান মুরগি, বেগুনি কালেম, কালোমাথা কাস্তেচরা, গেওয়ালা বাটান, মেটে মাথা চিটি, কালাপঙ্খ ঠেঙ্গী, ধলা বালিহাঁস, পাতিসরালী, রাজসরালীসহ ইত্যাদি।
যুক্তরাজ্য থেকে বাইক্কায় আগত এক পাখি বিশেষজ্ঞ বলেন, বাইক্কায় শীতের মুহুর্ত খুবই চমৎকার। বিদেশী পাখির কিচিরমিচিরে প্রকম্পিত হয় পুরো বিলটি। এতে মনটা ভরে যায়। তিনি বলেন, পাখির সংখ্যা বাড়াতে পাখি ও মাছের সমস্যা চিহ্নিত করে সরকারের পক্ষ থেকে আরও উদ্যোগ নিতে হবে।

ঢাকা’র উত্তরা থেকে স্বপরিবারে আগত শাহরিয়ার বলেন, বিলে এসে পাখি দেখে প্রাণ জুড়িয়েছে। তিনি পর্যটকদের চলাচলের ব্যবস্থা ও থাকার সমস্যা চিহ্নিত করে বলেন, সরকারের পক্ষ থেকে বিলটিকে আরও রক্ষণাবেক্ষণ করতে হবে।

সুনামগঞ্জ জেলার যুক্তরাজ্য প্রবাসী এক তরুণী পর্যটক বলেন, অতিথি পাখি দেখে খুবই মজা পেয়েছি। এরকম কালচার বিদেশের মাটিতেও পাইনি। সত্যিই এদেশ সুন্দর। রাজনগর উপজেলার শাহাপুর থেকে আসা মেহেদী হাছান ও মাছুম আহমদ বলেন, এই প্রথম বাইক্কায় এসেছি। যেমন ভেবেছিলাম, তার চেয়ে এর পরিবেশ আরও সুন্দর।

বাইক্কা রক্ষণাবেক্ষণের দ্বায়িত্বে রয়েছে বড়গাংগিনা সম্পদ ব্যবস্থাপনা কমিটি নামের একটি মৎসজীবি সংগঠন। সৌন্দর্য্য রক্ষায় বিল খনন করাসহ বিলের আয়তন বৃদ্ধির দাবিও উঠেছে। মাছের জন্য বিখ্যাত বাইক্কা বিলে অবৈধ ভাবে পাখি শিকারীদের দৌরাত্বা বন্ধ করা যাচ্ছে না। অভয় আশ্রম থেকে রাতের আধারে নির্ভিচারে শিকার করা হচ্ছে মাছ। মাছ আর পাখি রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন এগিয়ে এলে বিদেশী পাখি আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন পর্যটকরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
২ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গলের বাইক্কা বিলে অতিথি পাখির কলকাকলিতে মুখর

আপডেট সময় ০৪:৪১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

জলের উপর কিচিরমিচির ও ঝাঁক বেঁধে নীল আকাশে ওড়ে বেড়ানো হাজার হাজার অতিথি পাখির কলকাকলিতে মুখর বাইক্কা বিল। শুধুমাত্র অভয় আশ্রমের মৎস ও জলে নেমে আসা শতাধিক প্রজাতির পাখির কম্পনে বিলের সৌন্দর্যকে অন্য জেলা থেকে ফারাক করেছে। এরকম সূরের ঝঙ্কার সিলেট বিভাগের আর কোথাও কর্ণপাত হয়না। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওর অধ্যষিত বাইক্কা বিল। এ বিলটি যেন পাখি আর মাছের স্বর্গ রাজ্য। বিলে সাইবেরিয়া, মালয়েশিয়া,ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর দক্ষিণাঞ্চল থেকে আসা এসব অতিথিদেও দেখা মেলে পৌষ আর মাঘ মাসে। এ সব দৃশ্য দেখতে রোজ বিকেলে প্রতিদিন ছুটে আসছেন দেশী বিদেশী হাজারো পর্যটক।

হাইল হাওরের পূর্বদিকের প্রায় ১শ হেক্টর আয়তনের জলাভূমি নিয়ে বাইক্কা বিল অবস্থিত। ২০০৩ সালে ভূমি মন্ত্রনালয় এই বিলটিকে মৎস্য সম্পদের একটি অভয় আশ্রম হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। তখন থেকে শুরু হয় অতিথি পাখির আগমন।

২০১১ সালের এক গবেষণায় বাইক্কা বিলে ২০৩টি প্রকার পাখি শনাক্ত করা হয়। বিলকে সংরক্ষিত এলাকা ঘোষণা করায় মৎস বৃদ্ধিও কারণে পাখির সংখ্যা প্রচুর পরিমানে বেড়ে যায় । বাংলাদেশ বার্ড ক্লাব, বিদেশী সংস্থা ও পাখি গবেষকরা প্রতি বছর এসে পাখির পরিসংখ্যান করে যায়।

ভিনদেশি পাখিদেও মধ্যে উল্যেখযোগ্য পাখিরা হলো- শঙ্খচিল, ভুবনচিল, পালাসীকুড়া, সরালি, মরচেরং, ভূতি হাঁস, গিরিয়া হাঁস, ল্যঞ্জা হাঁস, পানকৌড়ি, রাঙ্গাবক, কানিবক, গোবক, ধলাবক, ধুপনিবক পালাসীকুড়া ঈসল, দলপিপি, নেউপিপি, পান মুরগি, বেগুনি কালেম, কালোমাথা কাস্তেচরা, গেওয়ালা বাটান, মেটে মাথা চিটি, কালাপঙ্খ ঠেঙ্গী, ধলা বালিহাঁস, পাতিসরালী, রাজসরালীসহ ইত্যাদি।
যুক্তরাজ্য থেকে বাইক্কায় আগত এক পাখি বিশেষজ্ঞ বলেন, বাইক্কায় শীতের মুহুর্ত খুবই চমৎকার। বিদেশী পাখির কিচিরমিচিরে প্রকম্পিত হয় পুরো বিলটি। এতে মনটা ভরে যায়। তিনি বলেন, পাখির সংখ্যা বাড়াতে পাখি ও মাছের সমস্যা চিহ্নিত করে সরকারের পক্ষ থেকে আরও উদ্যোগ নিতে হবে।

ঢাকা’র উত্তরা থেকে স্বপরিবারে আগত শাহরিয়ার বলেন, বিলে এসে পাখি দেখে প্রাণ জুড়িয়েছে। তিনি পর্যটকদের চলাচলের ব্যবস্থা ও থাকার সমস্যা চিহ্নিত করে বলেন, সরকারের পক্ষ থেকে বিলটিকে আরও রক্ষণাবেক্ষণ করতে হবে।

সুনামগঞ্জ জেলার যুক্তরাজ্য প্রবাসী এক তরুণী পর্যটক বলেন, অতিথি পাখি দেখে খুবই মজা পেয়েছি। এরকম কালচার বিদেশের মাটিতেও পাইনি। সত্যিই এদেশ সুন্দর। রাজনগর উপজেলার শাহাপুর থেকে আসা মেহেদী হাছান ও মাছুম আহমদ বলেন, এই প্রথম বাইক্কায় এসেছি। যেমন ভেবেছিলাম, তার চেয়ে এর পরিবেশ আরও সুন্দর।

বাইক্কা রক্ষণাবেক্ষণের দ্বায়িত্বে রয়েছে বড়গাংগিনা সম্পদ ব্যবস্থাপনা কমিটি নামের একটি মৎসজীবি সংগঠন। সৌন্দর্য্য রক্ষায় বিল খনন করাসহ বিলের আয়তন বৃদ্ধির দাবিও উঠেছে। মাছের জন্য বিখ্যাত বাইক্কা বিলে অবৈধ ভাবে পাখি শিকারীদের দৌরাত্বা বন্ধ করা যাচ্ছে না। অভয় আশ্রম থেকে রাতের আধারে নির্ভিচারে শিকার করা হচ্ছে মাছ। মাছ আর পাখি রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন এগিয়ে এলে বিদেশী পাখি আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন পর্যটকরা।