সংবাদ শিরোনাম
সৈয়দ আব্দুস সমদ ওয়াক্ফ এস্টেট (ওয়াক্ফে আওলাদ) রেজিষ্টারী সন-১৯৪২ইং এর মোতাওয়াল্লী: সৈয়দ মোঃ ইলিয়াছ
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর গ্রামে অবস্থিত সৈয়দ আব্দুস সমদ ওয়াক্ফ এস্টেট (ওয়াক্ফে আওলাদ) রেজিষ্টারী সন:-১৯৪২ইং এর মোতাওয়াল্লী সৈয়দ মোঃ ইলিয়াছ।
এখানে সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে সৈয়দ আব্দুল আউয়াল সাহেবের পারিবারিক কবরস্থানটি ওয়াক্ফকৃত এবং উহা ‘ওয়াক্ফে আওলাদ’ যাহা শুধুমাত্র ওয়ারিশানদের জন্য মরহুম সৈয়দ আব্দুল আউয়াল সাহেবের পিতা প্রাক্তন জমিদার মরহুম সৈয়দ আব্দুস সমদ সাহেব ‘সৈয়দ আব্দুস সমদ ওয়াকফ এস্টেট’ নামে ১৯৪২ ইং সালে ওয়াক্ফ করে গিয়েছেন। উক্ত ওয়াক্ফ এস্টেটের বর্তমান মোতাওয়াল্লী সৈয়দ মোঃ ইলিয়াছ।
আরও জানানো যাইতেছে যে এই ওয়াকফকৃত করবস্থানটিতে বর্তমান মোতাওয়াল্লির অনুমতি ছাড়া কেহ কোন কিছু করিলে রাষ্ট্রীয় আইন ও ধর্মীয় বিধি বিধান মতে অবৈধ হইবে এবং তাহা অপরাধমূলক কাজ হিসাবে বিবেচিত হইবে।
ট্যাগস :