হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান কারাগারে
হবিগঞ্জ-২ আসনের (বানিয়াচং-আজমিরীগঞ্জ) সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল আলীম এ আদেশ দেন।
হবিগঞ্জ আদালতের এপিপি এম এ মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ আগস্ট হবিগঞ্জের বানিয়াচংয়ে ৯ জনকে হত্যা মামলার বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সাবেক এমপিকে আদালতে তোলায় হয়। উল্লিখিত আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। তবে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মহানগর পুলিশ উত্তরা থেকে আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করে। রাতেই বানিয়াচং থানার পুলিশের একটি টিম তাকে হবিগঞ্জ নিয়ে এসে নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে সোপর্দ করে।
গত ৫ আগস্ট বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৯ জন নিহত হওয়ার মামলায় তিনি ২ নম্বর আসামি। এছাড়াও হবিগঞ্জ শহরে রিপন শীল হত্যা মামলায় তার নাম ৩ নম্বরে রয়েছে।