হবিগঞ্জ জেলা যুবদলের সতর্কীকরণ বিবৃতি
ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের পর বর্তমান পরিস্থিতিতে যুবদলের নেতাকর্মীদের কোনো প্রকার দখল, বিশৃংখলা ও সংগঠন বিরোধী কর্মকান্ড বরদাস্ত করা হবে না মর্মে হুশিয়ারী প্রদান করেছেন হবিগঞ্জ জেলা যুবদল নেতৃবৃন্দ।
এ ব্যাপারে গতকাল মঙ্গলবার রাতে হবিগঞ্জ জেলা যুবদলের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মত এই সিদ্ধান্তে যুবদল নেতৃবৃন্দ নেতৃবৃন্দ বলেন- ২০২৩ সালের ২৮ আগস্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ৭ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা যুবদলের কমিটি অনুমোদন হয়।
জালাল আহমেদকে আহ্বায়ক, সফিকুর রহমান সিতু সদস্য সচিব, আমিনুল ইসলাম বাবুল সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রুবেল আহমেদ চৌধুরী, সালাউদ্দিন টিটু, মিজানুর রহমান সুমন ও মোস্তাফিজুর রহমান মোস্তাককে যুগ্ম আহ্বায়ক করে ঘোষিত হবিগঞ্জ জেলা যুবদল নেতৃবৃন্দ ফ্যাসিষ্ট আওয়ামীগ সরকারের পতন নিশ্চিত করতে হবিগঞ্জে সর্বাত্মক আন্দোলন সংগ্রাম করে আসছে।
এই ৭ জন ছাড়া হবিগঞ্জ জেলা যুবদলের পদধারী কোনো নেতা নেই। বর্তমানে দেশের পট পরিবর্তনের পর কতিপয় দুস্কৃতিকারী, সুযোগ সন্ধানী যুবদলের পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অনৈতিক কর্মকান্ড করার চেষ্টা করছে।
যুবদলের নাম ব্যবহার করে কোনো অনৈক কর্মকান্ডে কেউ লিপ্ত হলে তাদের সাথে যুবদলের কোনো সর্ম্পক নেই। কোনো প্রকার চাঁদাবাজী, দখল, বিশৃংখলা ও সংগঠন বিরোধী কর্মকান্ডে কেউ জড়িত হলে তাদেরকে আটক করে দেশ প্রেমিক সেনাবাহিনী সহ আইন শৃংখলা বাহিনীর হাতে সোপর্দ করুন।