ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

৫ দিন পর মহাসড়কে ফিরছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ

শাহ্ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর একের পর এক হামলা হতে থাকে বিভিন্ন থানায়। এতে পুলিশ শূন্য হয়ে পড়ে সারাদেশের ন্যায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা। এক পর্যায়ে কর্মবিরতিতে যায় তারা। অবশেষে টানা ৫দিন পর নিজ নিজ দায়িত্বে ফিরছে হাইওয়ে পুলিশ।

এর আগে রবিবার (১১ আগস্ট) সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে হবে। এমনই নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে। সদর দপ্তরের নির্দেশে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ সদস্যরা দীর্ঘ ৫দিন পর মহাসড়কে দায়িত্ব পালন শুরু করেন।

রবিবার রাত সাড়ে ১১টায় দেখা যায়, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে ঢাকা সিলেট মহাসড়কের নতুনব্রিজে রাত্রকালীন নিরাপত্তা ডিউটিতে পুলিশ সদস্যরা কাজ করছে।

ওসি তৈমুর ইসলাম বলেন, ‘আমাদের দাবী মেনে নেওয়া হয়েছে। তাই আমরা কর্ম বিরতি প্রত্যাহার করেছি একই সাথে আমার পুলিশ সদস্যরা মহাসড়কের নিরাপত্তা শৃংখলায় কাজ শুরু করেছেন। আমরা সকলের সহযোগিতা নিয়ে জনগণের পুলিশ হিসেবে কাজ করতে চাই। এজন্য তিনি সকলের সহযোগিতা চান।

উল্লেখ্য, সরকার পতনের পর থেকে দেশের অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। হবিগঞ্জসহ সারাদেশে পুলিশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। যার ফলে সবকিছু বন্ধ করে কর্মবিরতিতে যায় পুলিশ।

এই সুযোগে হবিগঞ্জের বিভিন্ন অঞ্চলে ডাকাতি, চুরি, ছিনতাইসহ নানা অপরাধ ঘটে। থানা চালু না থাকায় ডাকাতি, চুরি, ছিনতাইসহ নানা অপরাধের ঘটনায় পুলিশের কাছে অভিযোগ বা মামলা এবং জিডি (সাধারণ ডায়েরি) করতে পারছিলেন না ভুক্তভোগীরা।

এমন পরিস্থিতিতে ছাত্র আন্দোলনকে ঘিরে পুলিশের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেছেন নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এখন থেকে সকল থানা গুলোতে আগের মতো স্বাভাবিকভাবে কার্যক্রম চালু হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
২২ বার পড়া হয়েছে

৫ দিন পর মহাসড়কে ফিরছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ

আপডেট সময় ১২:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর একের পর এক হামলা হতে থাকে বিভিন্ন থানায়। এতে পুলিশ শূন্য হয়ে পড়ে সারাদেশের ন্যায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা। এক পর্যায়ে কর্মবিরতিতে যায় তারা। অবশেষে টানা ৫দিন পর নিজ নিজ দায়িত্বে ফিরছে হাইওয়ে পুলিশ।

এর আগে রবিবার (১১ আগস্ট) সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে হবে। এমনই নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে। সদর দপ্তরের নির্দেশে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ সদস্যরা দীর্ঘ ৫দিন পর মহাসড়কে দায়িত্ব পালন শুরু করেন।

রবিবার রাত সাড়ে ১১টায় দেখা যায়, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে ঢাকা সিলেট মহাসড়কের নতুনব্রিজে রাত্রকালীন নিরাপত্তা ডিউটিতে পুলিশ সদস্যরা কাজ করছে।

ওসি তৈমুর ইসলাম বলেন, ‘আমাদের দাবী মেনে নেওয়া হয়েছে। তাই আমরা কর্ম বিরতি প্রত্যাহার করেছি একই সাথে আমার পুলিশ সদস্যরা মহাসড়কের নিরাপত্তা শৃংখলায় কাজ শুরু করেছেন। আমরা সকলের সহযোগিতা নিয়ে জনগণের পুলিশ হিসেবে কাজ করতে চাই। এজন্য তিনি সকলের সহযোগিতা চান।

উল্লেখ্য, সরকার পতনের পর থেকে দেশের অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। হবিগঞ্জসহ সারাদেশে পুলিশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। যার ফলে সবকিছু বন্ধ করে কর্মবিরতিতে যায় পুলিশ।

এই সুযোগে হবিগঞ্জের বিভিন্ন অঞ্চলে ডাকাতি, চুরি, ছিনতাইসহ নানা অপরাধ ঘটে। থানা চালু না থাকায় ডাকাতি, চুরি, ছিনতাইসহ নানা অপরাধের ঘটনায় পুলিশের কাছে অভিযোগ বা মামলা এবং জিডি (সাধারণ ডায়েরি) করতে পারছিলেন না ভুক্তভোগীরা।

এমন পরিস্থিতিতে ছাত্র আন্দোলনকে ঘিরে পুলিশের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেছেন নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এখন থেকে সকল থানা গুলোতে আগের মতো স্বাভাবিকভাবে কার্যক্রম চালু হয়েছে।