ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছেন বিএনপির অর্ধলক্ষাধিক নেতাকর্মী Logo শায়েস্তাগঞ্জে কৃষি জমির টপসয়েল বিক্রির হিড়িক, জড়িত প্রভাবশালী সিন্ডিকেট চক্র Logo হবিগঞ্জ বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ Logo হাদিকে গুলি: হবিগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা জারি Logo শায়েস্তাগঞ্জ খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপজেলা যুবদলের দোয়া মাহফিল Logo চুনারুঘাট উপজেলায় বিএনপির স্থানীয় নেতাদের বিরুদ্ধে বন কর্মকর্তাকে মারধরের অভিযোগ Logo হবিগঞ্জের বাহুবলে ট্রাক-চাপায় স্কুলশিক্ষক নিহত Logo হবিগঞ্জ বেপরোয়া ট্রাক চাপায় নারী নিহত Logo বেইলিব্রিজ ভেঙে হবিগঞ্জ-বানিয়াচং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন Logo আমার বাবার হত্যাকারীদের শেখ হাসিনা রক্ষা করেছেন-নবীগঞ্জের নিজ বাড়িতে ড. রেজা কিবরিয়া

শায়েস্তাগঞ্জে কৃষি জমির টপসয়েল বিক্রির হিড়িক, জড়িত প্রভাবশালী সিন্ডিকেট চক্র

নিজস্ব প্রতিবেদক

শায়েস্তাগঞ্জে প্রতি বছর শীত মৌসুম এলেই সক্রিয় হয়ে ওঠে একটি সংঘবদ্ধ মাটিখেকো চক্র। গত কয়েক বছর ধরে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমির মূল্যবান টপসয়েল কেটে অবাধে বিক্রি করে আসছে এ চক্রটি। বিশেষ করে শীত শুরু হলেই ব্রাহ্মণডোরা ইউনিয়নে তাদের তৎপরতা বেড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কার্যকর তদারকির অভাবে এবার মাটিখেকোদের দৌরাত্ম্য কয়েক গুণ বেড়েছে। দিন-রাত শ্রমিক ও এক্সকেভেটর ব্যবহার করে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে ট্রাক্টরে করে পরিবহন করা হচ্ছে। এতে একদিকে যেমন কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। অতিরিক্ত ভারী যান চলাচলের ফলে এলাকার গ্রামীণ রাস্তাঘাটও ভেঙে পড়ছে।
এলাকাবাসী জানান, টপসয়েল বিক্রি ও পরিবহনের সঙ্গে জড়িত রয়েছে একটি মধ্যসত্ত্বভোগী চক্র। এই চক্রের নেতৃত্বে রয়েছেন ব্রাহ্মণডোরা এলাকার একদল প্রভাবশালী। প্রভাবশালী এই ব্যক্তিরা কৃষিজমি থেকে টপসয়েল কেটে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে বিক্রি করে আসছেন। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ব্রাহ্মণডোরা ইউনিয়নের শেরপুর, কেশবপুর ও ঋষিপাড়া এলাকা থেকে নিয়মিতভাবে মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে সরানো হচ্ছে। মাটি ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে প্রতি ট্রাক্টর টপসয়েল ২০০ থেকে ৩০০ টাকায় কিনে তা বিক্রি করছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়।
নাম প্রকাশ না করার শর্তে এক জনপ্রতিনিধি বলেন, “এই মাটিখেকো চক্রের সঙ্গে প্রভাবশালী মহল জড়িত থাকায় আমরা প্রকাশ্যে কিছু বলতে পারছি না। প্রভাবশালীরা সব সময়ই থাকে সরকার পরিবর্তন হলে শুধু কয়েকজন বদলায়, বাকিরা থেকেই যায়।” এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
৩ বার পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জে কৃষি জমির টপসয়েল বিক্রির হিড়িক, জড়িত প্রভাবশালী সিন্ডিকেট চক্র

আপডেট সময় ১১:৩১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

শায়েস্তাগঞ্জে প্রতি বছর শীত মৌসুম এলেই সক্রিয় হয়ে ওঠে একটি সংঘবদ্ধ মাটিখেকো চক্র। গত কয়েক বছর ধরে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমির মূল্যবান টপসয়েল কেটে অবাধে বিক্রি করে আসছে এ চক্রটি। বিশেষ করে শীত শুরু হলেই ব্রাহ্মণডোরা ইউনিয়নে তাদের তৎপরতা বেড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কার্যকর তদারকির অভাবে এবার মাটিখেকোদের দৌরাত্ম্য কয়েক গুণ বেড়েছে। দিন-রাত শ্রমিক ও এক্সকেভেটর ব্যবহার করে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে ট্রাক্টরে করে পরিবহন করা হচ্ছে। এতে একদিকে যেমন কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। অতিরিক্ত ভারী যান চলাচলের ফলে এলাকার গ্রামীণ রাস্তাঘাটও ভেঙে পড়ছে।
এলাকাবাসী জানান, টপসয়েল বিক্রি ও পরিবহনের সঙ্গে জড়িত রয়েছে একটি মধ্যসত্ত্বভোগী চক্র। এই চক্রের নেতৃত্বে রয়েছেন ব্রাহ্মণডোরা এলাকার একদল প্রভাবশালী। প্রভাবশালী এই ব্যক্তিরা কৃষিজমি থেকে টপসয়েল কেটে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে বিক্রি করে আসছেন। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ব্রাহ্মণডোরা ইউনিয়নের শেরপুর, কেশবপুর ও ঋষিপাড়া এলাকা থেকে নিয়মিতভাবে মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে সরানো হচ্ছে। মাটি ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে প্রতি ট্রাক্টর টপসয়েল ২০০ থেকে ৩০০ টাকায় কিনে তা বিক্রি করছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়।
নাম প্রকাশ না করার শর্তে এক জনপ্রতিনিধি বলেন, “এই মাটিখেকো চক্রের সঙ্গে প্রভাবশালী মহল জড়িত থাকায় আমরা প্রকাশ্যে কিছু বলতে পারছি না। প্রভাবশালীরা সব সময়ই থাকে সরকার পরিবর্তন হলে শুধু কয়েকজন বদলায়, বাকিরা থেকেই যায়।” এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।