বানিয়াচংয়ে দুদকের মামলায় তহশীলদার রেজাউল কারাগারে
আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিভিন্ন অনিয়মের অভিযোগে তহশীলদার রেজাউল করিম বাদলকে কারাগারে প্রেরণ করেছে আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ হাসানুল ইসলাম এই আদেশ দেন। দুদকের পিপি এডভোকেট হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, বানিয়াচং উপজেলার ৫/৬নং ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার থাকাকালে মোহাম্মদ রেজাউল করিমকে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির দায়ে স্ট্যান্ড রিলিজ করা হয়। এছাড়া তহশিলদার রেজাউল করিমের ঘুষ বাণিজ্যের অভিযোগে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়।
পরে দুদুকের সহকারী পরিচালক শোয়েব আহমেদ আয় বহিভর্‚ত ১ কোটি ১৪ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন। পরে দুদুকের আরেক সহকারী পরিচালক এরশাদুল ইসলাম তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন।
এ ব্যাপারে রেজাউল করিম বাদলের বিরুদ্ধে পরোয়ানা ইস্যু করেন আদালত। গতকাল দুপুরে রেজাউল করিম বাদল স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন চাইলে শুনানী শেষে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করেন।
আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। দুদুকের পক্ষে ছিলেন এডভোকেট হাবিবুর রহমান।