ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল, সম্পাদক মাসুম Logo বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের Logo গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ Logo বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির বৈঠক Logo উপজেলার সভায় সিদ্ধান্ত শায়েস্তাগঞ্জে আহলে সুন্নাতওয়াল জামাতের মাহফিল হবে নির্ধারিত তারিখে Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতনের মায়ের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত Logo আজমিরীগঞ্জ কাকাইলছেওয়ে বিএনপির সমাবেশ অনুষ্টিত Logo রাখাইনে জান্তার সেনা সদর দপ্তর দখল করলো আরাকান আর্মি Logo গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ Logo টাংগুয়ায় মোবাইল কোর্ট অভিযানে, দুইলক্ষ টাকার অবৈধ জাল জব্দ

ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করতে হবে ভালো কাজের মাধ্যমে-জি কে গউছ

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, মানুষ মানুষের জন্য। আমরা যেন মানুষের সেবক হই, মানুষের পাশে থাকতে পারি। মানুষের প্রভু হওয়ার চেষ্টা যেন আমরা না করি। কারণ, মানুষের জীবন ক্ষণস্থায়ী। ক্ষমতা চিরদিন থাকে না। মানুষ সকালবেলার আমির, সন্ধ্যাবেলায় ফকির হয়ে যেতে পারে।

রোববার (২৫ আগস্ট) হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়ে বন্যার্তদের আশ্রয়ণকেন্দ্রে রান্না করা খাবার বিতরণকালে এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।

জি কে গউছ আরও বলেন, মহান আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এটা সবাইকে বিশ্বাস করতে হবে। আজ ক্ষমতার পরিবর্তন হয়েছে, এর মানে এই না, যারা ক্ষমতা হারিয়েছে, তারা দেশ থেকে চলে যাবে, আর যারা ক্ষমতা পাওয়ার জন্য ঘুরছেন, তারা দেশকে চুষে খাবেন। এটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। বিএনপি নেতা আরও বলেন, দেশের ছাত্র-জনতা রক্ত দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে স্বৈরশাসকের হাত থেকে আবারও দেশ স্বাধীন হয়েছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে ভালো কর্মের মধ্য দিয়ে।
তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে বিএনপি। খাদ্যসামগ্রী নিয়ে বিএনপি নেতাকর্মীরা বন্যার্তদের আশ্রয়ণকেন্দ্রে যাচ্ছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যাকবলিত এলাকায় আমরা রয়েছি।

তিনি গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং মিথ্যা দণ্ড মাথায় নিয়ে বিদেশের মাটিতে অবস্থান করা দেশনায়ক তারেক রহমান যেন বীরের বেশে বাংলাদেশে প্রত্যবর্তন করতে পারেন এজন্য সবার দোয়া কামনা করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিন ও অ্যাডভোকেট আফজাল হোসেন, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, অ্যাডভোকেট গুলজার খান, রিচি ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শামছু মিয়া, সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবু ছালেক, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, সাইফুল ইসলাম রকি ও মোজাক্কির হোসেন ইমন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
৩৪ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করতে হবে ভালো কাজের মাধ্যমে-জি কে গউছ

আপডেট সময় ০১:১৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, মানুষ মানুষের জন্য। আমরা যেন মানুষের সেবক হই, মানুষের পাশে থাকতে পারি। মানুষের প্রভু হওয়ার চেষ্টা যেন আমরা না করি। কারণ, মানুষের জীবন ক্ষণস্থায়ী। ক্ষমতা চিরদিন থাকে না। মানুষ সকালবেলার আমির, সন্ধ্যাবেলায় ফকির হয়ে যেতে পারে।

রোববার (২৫ আগস্ট) হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়ে বন্যার্তদের আশ্রয়ণকেন্দ্রে রান্না করা খাবার বিতরণকালে এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।

জি কে গউছ আরও বলেন, মহান আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এটা সবাইকে বিশ্বাস করতে হবে। আজ ক্ষমতার পরিবর্তন হয়েছে, এর মানে এই না, যারা ক্ষমতা হারিয়েছে, তারা দেশ থেকে চলে যাবে, আর যারা ক্ষমতা পাওয়ার জন্য ঘুরছেন, তারা দেশকে চুষে খাবেন। এটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। বিএনপি নেতা আরও বলেন, দেশের ছাত্র-জনতা রক্ত দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে স্বৈরশাসকের হাত থেকে আবারও দেশ স্বাধীন হয়েছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে ভালো কর্মের মধ্য দিয়ে।
তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে বিএনপি। খাদ্যসামগ্রী নিয়ে বিএনপি নেতাকর্মীরা বন্যার্তদের আশ্রয়ণকেন্দ্রে যাচ্ছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যাকবলিত এলাকায় আমরা রয়েছি।

তিনি গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং মিথ্যা দণ্ড মাথায় নিয়ে বিদেশের মাটিতে অবস্থান করা দেশনায়ক তারেক রহমান যেন বীরের বেশে বাংলাদেশে প্রত্যবর্তন করতে পারেন এজন্য সবার দোয়া কামনা করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিন ও অ্যাডভোকেট আফজাল হোসেন, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, অ্যাডভোকেট গুলজার খান, রিচি ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শামছু মিয়া, সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবু ছালেক, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, সাইফুল ইসলাম রকি ও মোজাক্কির হোসেন ইমন।