ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২৩ বছরের ঐতিহ্য শায়েস্তাগঞ্জ দাউদনগর জামে মসজিদ Logo নবীগঞ্জে পাখি শিকারীর কাছ থেকে উদ্ধার করা বন্য বালিহাস পাখি অবমুক্তি,পাখি শিকারীকে অর্থদন্ড Logo আবারও প্রকৃতিপ্রেমীদের হাতছানি দিচ্ছে চুনারুঘাটের শাপলা বিল Logo বাহুবল শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, আহত ৫০ Logo হবিগঞ্জ সদর হাসপাতালে র‌্যাবের অভিযান, ৯ জনকে কারাদন্ড Logo হবিগঞ্জ পৌরসভার কোটি টাকার অব্যবহৃত যানে গজিয়েছে গাছ Logo দুটি স্পেশাল ট্রেন চালুসহ ৯ দফা দাবীতে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে মানববন্ধন পালন Logo হবিগঞ্জ থেকে প্রতিদিন মিলবে আরও ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস Logo নবীগঞ্জে পিতার দায়ের কোপে মেয়ে খুন,ঘাতক পিতা আটক। Logo হবিগঞ্জে বাস উল্টে যুবকের মৃত্যু, আহত ৫০

শেখ হাসিনার প্রেতাত্মারা শিল্পখাতকে অস্থির করছে: মির্জা ফখরুল

গাজীপুর প্রতিনিধি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তা প্রেতাত্মারা শিল্প এলাকায় অস্থিরতা তৈরি করছেন। তারা যে লুটপাট করেছেন সেটা ভুলতে পারছেন না। তারা ভাবছেন আবার যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারতাম তাহলে আবার লুটপাট করতে পারতাম।সেজন্য তারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন। সবচেয়ে বড় ষড়যন্ত্র করছেন তারা এই শিল্প এলাকাতে। বাংলাদেশের অর্থনীতি মাধ্যম সচল রাখার অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হলো এই পোশাক শিল্প। তাই তারা এই পোশাক শিল্পকে ধ্বংস করতে চায়। পাশাপাশি বিদেশি আরও একটি শক্তি বাংলাদেশি পোশাক শিল্প খাতকে ধ্বংস করতে চায়। তারা ভাবে বাংলাদেশি পোশাক শিল্প ও ধ্বংস করলে তাদের দেশের গার্মেন্টস চাহিদা বাড়বে।

গার্মেন্টস, ঔষধ কারখানাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ভাংচুর, বিশৃঙ্খলা প্রতিরোধ, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও শ্রমিক কর্মচারীদের বেতন নিয়মিত পরিশোধের দাবিতে শ্রমিক দলের কেন্দ্রীয় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে কোনাবাড়ী ডিগ্রী কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি তিনি এসব কথা বলেন।

এসময় মির্জা ফখরুল আরও বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই গণহত্যাকারী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে। আমরা ভারতকে বলেছি এমন একজন খুনিকে যেন আশ্রয় না দেয়। আমরা আবারো ভারতের কাছে অনুরোধ জানাই এই গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে দিক। আমরা এই সরকারের কাছে আরো দাবি জানাই খুব দ্রুত সময়ের মধ্যে দেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের যেন আয়োজন করা হয়।

শ্রমিক দলের কার্যকরি সভাপতি সালাউদ্দিন সরকারের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিকদলের প্রধান সমন্বয়কারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ বক্তা ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. রিয়াজুল হান্নান, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।

এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রমিক জনসভায় হাজার হাজার শ্রমিক কর্মচারী দলে দলে যোগদান করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
১২৯ বার পড়া হয়েছে

শেখ হাসিনার প্রেতাত্মারা শিল্পখাতকে অস্থির করছে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৭:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তা প্রেতাত্মারা শিল্প এলাকায় অস্থিরতা তৈরি করছেন। তারা যে লুটপাট করেছেন সেটা ভুলতে পারছেন না। তারা ভাবছেন আবার যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারতাম তাহলে আবার লুটপাট করতে পারতাম।সেজন্য তারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন। সবচেয়ে বড় ষড়যন্ত্র করছেন তারা এই শিল্প এলাকাতে। বাংলাদেশের অর্থনীতি মাধ্যম সচল রাখার অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হলো এই পোশাক শিল্প। তাই তারা এই পোশাক শিল্পকে ধ্বংস করতে চায়। পাশাপাশি বিদেশি আরও একটি শক্তি বাংলাদেশি পোশাক শিল্প খাতকে ধ্বংস করতে চায়। তারা ভাবে বাংলাদেশি পোশাক শিল্প ও ধ্বংস করলে তাদের দেশের গার্মেন্টস চাহিদা বাড়বে।

গার্মেন্টস, ঔষধ কারখানাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ভাংচুর, বিশৃঙ্খলা প্রতিরোধ, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও শ্রমিক কর্মচারীদের বেতন নিয়মিত পরিশোধের দাবিতে শ্রমিক দলের কেন্দ্রীয় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে কোনাবাড়ী ডিগ্রী কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি তিনি এসব কথা বলেন।

এসময় মির্জা ফখরুল আরও বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই গণহত্যাকারী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে। আমরা ভারতকে বলেছি এমন একজন খুনিকে যেন আশ্রয় না দেয়। আমরা আবারো ভারতের কাছে অনুরোধ জানাই এই গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে দিক। আমরা এই সরকারের কাছে আরো দাবি জানাই খুব দ্রুত সময়ের মধ্যে দেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের যেন আয়োজন করা হয়।

শ্রমিক দলের কার্যকরি সভাপতি সালাউদ্দিন সরকারের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিকদলের প্রধান সমন্বয়কারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ বক্তা ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. রিয়াজুল হান্নান, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।

এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রমিক জনসভায় হাজার হাজার শ্রমিক কর্মচারী দলে দলে যোগদান করেন।