ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৮ জন

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত বৃহস্পতিবার ৩ জন নতুন রোগী জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন এক নারীসহ ৮ জন। এর মধ্যে একজন পুলিশের সহকারী উপপরিদর্শকও।

শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের অষ্টম তলায় কয়েকটি কেবিন রুমে চিকিৎসা নিচ্ছেন ৮ জন ডেঙ্গু রোগী।

চিকিৎসাধীন নাঈম আব্দুল্লাহ জানালেন, তিনি ঢাকায় কেরানীগঞ্জ পারজোয়ার ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। গত ১৩ অক্টোবর জ্বরে আক্রান্ত হন তিনি। পরে ১৫ অক্টোবর স্থানীয় আব্দুল হামিদ হাসপাতালের পরীক্ষা শেষে তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। ১৬ অক্টোবর তিনি বাড়িতে এসে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছেন।

মির্জা রাসেল নামে এক রোগী বলেন, ঢাকায় হোটেলে কাজ করেন তিনি। কয়েকদিন জ্বরে আক্রান্ত ছিলেন। এরপর গত ১৫ অক্টোবর রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তার ডেঙ্গু শনাক্ত হয়।

অপর ডেঙ্গু রোগী পুলিশের এএসআই শরীফের ভাষ্য, তিনি ঢাকায় কর্মরত ছিলেন। কিছুদিন আগে তাঁকে হবিগঞ্জে বদলি করা হয়। তার শরীরে জ্বর দেখা দিলে তিনি সদর হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা শেষে তার ডেঙ্গু শনাক্ত হয়। পাশের কেবিনে চিকিৎসা নেওয়া এনামুল হক জানান, তিনি ঢাকার এয়ারপোর্ট রসুলবাগ জামে মসজিদে সহকারী ইমামের চাকরি করেন। ১০ অক্টোবর তিনি জ্বরে আক্রান্ত হন। পরের দিন তিনি গ্রামের বাড়িতে চলে আসেন। ১৫ অক্টোবর তাঁর ডেঙ্গু শনাক্ত হলে তিনি হাসপাতালে ভর্তি হন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত হাসপাতালে ২৭ জন ডেঙ্গু শনাক্ত হয়েছেন। ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালের অষ্টম তলায় ৪টি কেবিন রুম বরাদ্দ করেছে কর্তৃপক্ষ।

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মমিন উদ্দিন তালুকদার বলেন, কয়েকদিন ধরে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসক ও নার্সরা রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন। এরই মধ্যে হাসপাতালে আসা অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৮ জন

আপডেট সময় ০৭:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

হবিগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত বৃহস্পতিবার ৩ জন নতুন রোগী জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন এক নারীসহ ৮ জন। এর মধ্যে একজন পুলিশের সহকারী উপপরিদর্শকও।

শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের অষ্টম তলায় কয়েকটি কেবিন রুমে চিকিৎসা নিচ্ছেন ৮ জন ডেঙ্গু রোগী।

চিকিৎসাধীন নাঈম আব্দুল্লাহ জানালেন, তিনি ঢাকায় কেরানীগঞ্জ পারজোয়ার ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। গত ১৩ অক্টোবর জ্বরে আক্রান্ত হন তিনি। পরে ১৫ অক্টোবর স্থানীয় আব্দুল হামিদ হাসপাতালের পরীক্ষা শেষে তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। ১৬ অক্টোবর তিনি বাড়িতে এসে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছেন।

মির্জা রাসেল নামে এক রোগী বলেন, ঢাকায় হোটেলে কাজ করেন তিনি। কয়েকদিন জ্বরে আক্রান্ত ছিলেন। এরপর গত ১৫ অক্টোবর রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তার ডেঙ্গু শনাক্ত হয়।

অপর ডেঙ্গু রোগী পুলিশের এএসআই শরীফের ভাষ্য, তিনি ঢাকায় কর্মরত ছিলেন। কিছুদিন আগে তাঁকে হবিগঞ্জে বদলি করা হয়। তার শরীরে জ্বর দেখা দিলে তিনি সদর হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা শেষে তার ডেঙ্গু শনাক্ত হয়। পাশের কেবিনে চিকিৎসা নেওয়া এনামুল হক জানান, তিনি ঢাকার এয়ারপোর্ট রসুলবাগ জামে মসজিদে সহকারী ইমামের চাকরি করেন। ১০ অক্টোবর তিনি জ্বরে আক্রান্ত হন। পরের দিন তিনি গ্রামের বাড়িতে চলে আসেন। ১৫ অক্টোবর তাঁর ডেঙ্গু শনাক্ত হলে তিনি হাসপাতালে ভর্তি হন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত হাসপাতালে ২৭ জন ডেঙ্গু শনাক্ত হয়েছেন। ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালের অষ্টম তলায় ৪টি কেবিন রুম বরাদ্দ করেছে কর্তৃপক্ষ।

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মমিন উদ্দিন তালুকদার বলেন, কয়েকদিন ধরে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসক ও নার্সরা রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন। এরই মধ্যে হাসপাতালে আসা অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।