ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামী গ্রেপ্তার

মোঃ রিয়াজ আলী শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ

শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত কর্মী শেখ হৃদয়ের দায়েরকৃত মামলার আসামী মোঃ আব্দুস সালাম মনুকে (৪৯) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মনু জেলার শায়েস্তাগঞ্জ চানপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রেজাউল হক খানের সার্বিক তত্ত্বাবধানে ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে এসআই জহিরুল ইসলামসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে মনুকে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী আহত শেখ হৃদয় ওরফে আতাউর রহমান হৃদয় জানায়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ নেতাকর্মীদের হামলায় তার চোখে ও মুখে পাথরের ঢিল পড়ে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রথমে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও পরে মৌলভীবাজারে চিকিৎসা করানো হয়। কিন্তু এতে সে সুস্থ হয়নি। অবশেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়।

ওই হামলার ঘটনায় সুবিচারের দাবিতে ১৭ সেপ্টেম্বর শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন হবিগঞ্জ উপজেলার দরিয়াপুর গ্রামের বাসিন্দা মো. ইয়াকুব আলীর ছেলে আহত শেখ হৃদয় ওরফে আতাউর রহমান হৃদয়। মামলায় ১১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় থেকে দুইশ জনকে আসামী করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
১৩ বার পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামী গ্রেপ্তার

আপডেট সময় ০৮:০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত কর্মী শেখ হৃদয়ের দায়েরকৃত মামলার আসামী মোঃ আব্দুস সালাম মনুকে (৪৯) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মনু জেলার শায়েস্তাগঞ্জ চানপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রেজাউল হক খানের সার্বিক তত্ত্বাবধানে ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে এসআই জহিরুল ইসলামসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে মনুকে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী আহত শেখ হৃদয় ওরফে আতাউর রহমান হৃদয় জানায়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ নেতাকর্মীদের হামলায় তার চোখে ও মুখে পাথরের ঢিল পড়ে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রথমে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও পরে মৌলভীবাজারে চিকিৎসা করানো হয়। কিন্তু এতে সে সুস্থ হয়নি। অবশেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়।

ওই হামলার ঘটনায় সুবিচারের দাবিতে ১৭ সেপ্টেম্বর শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন হবিগঞ্জ উপজেলার দরিয়াপুর গ্রামের বাসিন্দা মো. ইয়াকুব আলীর ছেলে আহত শেখ হৃদয় ওরফে আতাউর রহমান হৃদয়। মামলায় ১১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় থেকে দুইশ জনকে আসামী করা হয়।