ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘খেলাপি ঋণ এখন ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা’

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে ৩ লাখ কোটি টাকা ছুঁই ছুঁই। গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ঠেকেছে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় যা দ্বিগুণ।

গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ১৭ শতাংশ। গত ১৬ বছরের মধ্যে বিতরণ করা ঋণ ও খেলাপি ঋণের সর্বোচ্চ অনুপাত এটি।

এই পরিসংখ্যান গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক কেলেঙ্কারি ও অনিয়মের শিকার হওয়া ব্যাংক সেক্টরের নাজুক অবস্থাকে তুলে ধরেছে।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে ব্যাংকগুলোর প্রকৃত তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। এতদিন যা স্বার্থান্বেষী মহলগুলোর কারসাজিতে চাপা পড়েছিল।

গত সেপ্টেম্বরে মোট ঋণ স্থিতি ছিল ১৬ লাখ ৮২ হাজার ৮২২ কোটি টাকা। এর মধ্যে ১৬ দশমিক ৯৩ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ের মধ্যে যা সর্বোচ্চ। গত জুন শেষে খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। গত মার্চে ছিল ১ লাখ ৮২ হাজার কোটি টাকা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
৬ বার পড়া হয়েছে

‘খেলাপি ঋণ এখন ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা’

আপডেট সময় ০৭:১৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে ৩ লাখ কোটি টাকা ছুঁই ছুঁই। গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ঠেকেছে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় যা দ্বিগুণ।

গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ১৭ শতাংশ। গত ১৬ বছরের মধ্যে বিতরণ করা ঋণ ও খেলাপি ঋণের সর্বোচ্চ অনুপাত এটি।

এই পরিসংখ্যান গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক কেলেঙ্কারি ও অনিয়মের শিকার হওয়া ব্যাংক সেক্টরের নাজুক অবস্থাকে তুলে ধরেছে।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে ব্যাংকগুলোর প্রকৃত তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। এতদিন যা স্বার্থান্বেষী মহলগুলোর কারসাজিতে চাপা পড়েছিল।

গত সেপ্টেম্বরে মোট ঋণ স্থিতি ছিল ১৬ লাখ ৮২ হাজার ৮২২ কোটি টাকা। এর মধ্যে ১৬ দশমিক ৯৩ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ের মধ্যে যা সর্বোচ্চ। গত জুন শেষে খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। গত মার্চে ছিল ১ লাখ ৮২ হাজার কোটি টাকা।