নবীগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা
নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন
এর কসবা এলাকার কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইমাদ উল্লার পুত্র সুনাম উদ্দিন (৫২) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া কসবা বাজারে আরো ২ জন প্রভাবশালী, দীঘলবাক বাজারে সাবেক এক মেম্বার ও পারপুর এলাকায় সাবেক এক মেম্বারে নেতৃত্ব অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে। গতকাল
রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস আনুপ ।অভিযান কালে বালু উত্তোলনের অপরাধে দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আইনি সহায়তা করেন ইনাতগনজ ইউনিয়নের তহশিলদার আশরাফুল ইসলাম তারেক ও নবীগঞ্জ থানার একদল পুলিশ। জরিমানার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস আনুপ বলেন,অবৈধভাবে বালু উত্তোলন এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।