নবীগঞ্জে ইউনিয়ন পরিষদের দ্বিমাসিক সমন্বয় সভা
নবীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের সকল হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর (এএসিও)দের নিয়ে এক দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন সভাপতিত্বে ও উপজেলার গ্রাম আদালতের সমন্বয়কারী আজাদুল ইসলাম এবং রিঙ্কু চক্রবর্তী যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলার কর্মকর্তারা।
সভায় ইউনিয়ন পরিষদের আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল কার্যক্রম, স্বচ্ছতা ও জবাবদিহিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের মধ্যে মতবিনিময়ের মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এই সভার মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি পাবে এবং উন্নয়ন কর্মকাণ্ড আরও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।