শায়েস্তাগঞ্জ এসিল্যান্ডের উপর হামলার চেষ্টা, কথিত সমন্বয়ক গ্রেপ্তার
হবিগঞ্জের চুনারুঘাটের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানের কতিথ সমন্বয়ক ফরহাদ ইবনে ইসলাম রুমি (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রুমি চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ উবাহাটা এলাকার দিদার হোসেনের ছেলে।
এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোরবেলা শাহজিবাজার আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আরাফি তাজোয়ার আমিন ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে যৌথ বাহিনীর দল ফরহাদ ইবনে ইসলাম রুমির নিজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন।
জানাযায়, গতকাল মঙ্গলবার চুনারুঘাটের নতুন ব্রিজ এলাকায় আদালতের আদেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চুনারঘাট উপজেলা ভূমি সহকারী কমিশনার( ভূমি)মাহবুব আলম মাহবুব। এতে ফরহাদ ওরফে রুমি সহকারী কমিশনারের সাথে অশুভ আচরণ করে। এক পর্যায়ে অভিযানের সময় লাটি দিয়ে হামলার চেষ্টা করে।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা দেখা দেয়। পরবর্তীতে হবিগঞ্জের জেলা প্রশাসক ও ইউএনওর অনুরোধে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে চুনারুঘাট থানায় সোপর্দ করে। অভিযোগ সূত্রে জানাগেছে দীর্ঘ দিন ধরে এলাকার প্রভাবশালী মোঃ ফরহাদ উদ্দিন রুমি গংরা উবাহাটা মৌজার খাস খতিয়ানে আনুমানিক ২০ ফুট রাস্তা দখল করে দোকান ঘর নির্মাণ করে। তফসিলি ভূমি উবাহাটা মৌজার এস, এ দাগ নং-১৫১৫,হালে ১৫৮৮ ইহাতে ১২শতক ভূমির মালিক মোঃ বাবু মিয়ার ভূমির সম্মুখ ভাগে দখলকৃত ২০ ফুট রাস্তা। যার বিরুদ্ধে উল্লেখিত ১২ শতক ভূমির মালিক মৃত আব্দুল কাদিরের পুত্র একই এলাকার মোঃ বাবু মিয়া গত ৬/১২/২৩ ইংরেজি তারিখে মোঃ ফরহাদ উদ্দিন রুমি গংদের বিরুদ্ধে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলায় দায়ের করেন।