ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নবীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ Logo শায়েস্তাগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত দুই ভাই’র দাফন সম্পন্ন, থামছে না স্বজনদের কান্না Logo ‘দ্রুত নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন’ Logo সাতছড়িতে টিকে আছে একটি মাত্র ‘আসামি বানর’ Logo বিতর্কিত নির্বাচন: সাবেক ২২ ডিসি বাধ্যতামূলক অবসরে Logo নবীগঞ্জে প্রাইভেট কারে আগুনের ঘটনায় নাশকতার মামলা Logo অতীতের যেকোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী: প্রধান উপদেষ্টা Logo শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাত্রসহ নিহত ২, বিয়ের আনন্দ পরিণত হলো বিষাদে Logo নবীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান Logo চুনারুঘাটে আইলে টমেটো ক্ষেতে ব্রোকলি, লাভবান ফারুক আহমেদ

হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধসহ নানা দাবিতে সড়ক অবরোধ

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

হবিগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ তুলনামূলকভাবে দৃশ্যমান না হওয়া, গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ‘হবিগঞ্জ ব্লকেড’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাইফুর রহমান টাউন হল এলাকায় গিয়ে অবস্থান নেয় এবং সেখানে প্রধান সড়ক অবরোধ করা হয়। এতে বিভিন্ন স্তরের ছাত্র ও আন্দোলনকর্মীরা অংশ নেন।

অবরোধ কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান সরকার গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী শাসন কায়েম করে রেখেছে। তারা অভিযোগ করেন, এই শাসন প্রতিহত করতে গিয়ে হবিগঞ্জের ১৬ জন ছাত্র-জনতা জীবন দিয়েছেন। গাজীপুরে আন্দোলনরত ছাত্রদের ওপর হামলার ঘটনায় আরও একজন বিপ্লবী শহীদ হয়েছেন।

তারা আরও বলেন, সারাদেশে যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হলেও হবিগঞ্জে তার কোনো কার্যক্রম দৃশ্যমান নয়।

বক্তারা প্রশাসনের উদ্দেশে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হবিগঞ্জের অন্তত ৫০ জন অপরাধীকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায়, এক সপ্তাহের মধ্যে বৃহত্তর সিলেট বিভাগের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে।

অবরোধ চলাকালে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বেলা দুইটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির। তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে আশ্বাস দেন যে, প্রশাসন তাদের দাবিগুলো বিবেচনায় নেবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের আশ্বাসের পর প্রায় দেড় ঘণ্টা পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
১১ বার পড়া হয়েছে

হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধসহ নানা দাবিতে সড়ক অবরোধ

আপডেট সময় ০৭:১৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

হবিগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ তুলনামূলকভাবে দৃশ্যমান না হওয়া, গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ‘হবিগঞ্জ ব্লকেড’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাইফুর রহমান টাউন হল এলাকায় গিয়ে অবস্থান নেয় এবং সেখানে প্রধান সড়ক অবরোধ করা হয়। এতে বিভিন্ন স্তরের ছাত্র ও আন্দোলনকর্মীরা অংশ নেন।

অবরোধ কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান সরকার গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী শাসন কায়েম করে রেখেছে। তারা অভিযোগ করেন, এই শাসন প্রতিহত করতে গিয়ে হবিগঞ্জের ১৬ জন ছাত্র-জনতা জীবন দিয়েছেন। গাজীপুরে আন্দোলনরত ছাত্রদের ওপর হামলার ঘটনায় আরও একজন বিপ্লবী শহীদ হয়েছেন।

তারা আরও বলেন, সারাদেশে যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হলেও হবিগঞ্জে তার কোনো কার্যক্রম দৃশ্যমান নয়।

বক্তারা প্রশাসনের উদ্দেশে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হবিগঞ্জের অন্তত ৫০ জন অপরাধীকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায়, এক সপ্তাহের মধ্যে বৃহত্তর সিলেট বিভাগের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে।

অবরোধ চলাকালে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বেলা দুইটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির। তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে আশ্বাস দেন যে, প্রশাসন তাদের দাবিগুলো বিবেচনায় নেবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের আশ্বাসের পর প্রায় দেড় ঘণ্টা পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।