সংবাদ শিরোনাম
ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন (শুক্রবার) সকাল ৭টা ৩০ মিনিটে। আবহাওয়া অনুকূলে না থাকলে এ জামাত বায়তুল মুকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়তুল মুকাররমে ঈদের দিন পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় এবং পরবর্তী চারটি জামাত যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহে আয়োজিত প্রধান জামাতটি সরাসরি সম্প্রচার করবে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল। পাশাপাশি ঢাকা শহরের গুরুত্বপূর্ণ মসজিদ ও বিভাগীয় শহরগুলোর প্রধান ঈদ জামাতের সময়সূচি ঈদের আগের দিন বাংলাদেশ টেলিভিশন, বেতার এবং বেসরকারি টিভি চ্যানেলগুলোতে প্রচার করা হবে।
ট্যাগস :