নবীগঞ্জ শহরে প্রশাসনের অভিযান জরিমানা ও সতর্কতা
নবীগঞ্জ শহরের প্রধান সড়কে ফুটপাত ও রাস্তায় মালামাল রেখে ব্যবসা পরিচালনা করায় মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার (৪ জুন) বিকেল ৪টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিন।
অভিযানে চারজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। এবং যানজট নিরসনের লক্ষ্যে চালকদের সতর্ক করা হয়, বিশেষ করে যারা অপ্রাপ্তবয়স্ক বা শিশু চালক তাদের বিরুদ্ধে ভবিষ্যতে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন- বাউসা গ্রামের বাবুল মিয়ার পুত্র ইয়াত্তর মিয়া (১ হাজার টাকা), গোপেন্দ্র পালের পুত্র গোবিন্দ পাল (৫শ টাকা), গন্ধ্যা গ্রামের ছনর মিয়ার পুত্র দুরুদ মিয়া (৫শ টাকা ও সালামতপুর গ্রামের শুকুর মিয়ার পুত্র আরজু মিয়া ৫ শত টাকা । এছাড়া রাস্তায় মালামাল রাখায় অন্যন্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়। অভিযানে নবীগঞ্জ থানার এসআই রিপনসহ একদল পুলিশ মোবাইল কোর্টকে সহায়তা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, “শহরের শৃঙ্খলা ও জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান চলমান থাকবে।