চুনারুঘাটের কৃতি সন্তান সালেহ উদ্দিন এনটিসি ও পিকেএসএফ’র পরিচালক নির্বাচিত
চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন একই সঙ্গে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ন্যাশনালিটি কোম্পানি (এনটিসি)১৪টি চা বাগান এর পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
তাঁর এ অর্জনে শুধু চুনারুঘাট নয়, পুরো হবিগঞ্জবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিকতা অঙ্গনে কাজ করছেন সালেহ উদ্দিন। টেলিভিশনের টকশো কিংবা সংবাদপত্রে তাঁর বিশ্লেষণ পাঠক-দর্শকের কাছে বিশেষ আগ্রহের বিষয়। সাংবাদিকতার সততা ও দৃঢ়তায় তিনি ইতোমধ্যেই সবার আস্থা অর্জন করেছেন। এবার একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পরিচালক হওয়ায় তাঁর কর্মজীবনে নতুন মাত্রা যোগ হয়েছে।
সালেহ উদ্দিনের পিতা মরহুম আলহাজ্ব মুসলিম উদ্দিন ছিলেন চুনারুঘাট সদর ইউনিয়নের টানা তিনবারের চেয়ারম্যান।তার পিতা চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর ঈদগাহ, হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বহু উন্নয়নমূলক কর্মকাণ্ডে জমিদান করেছেন।
শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান আজও এলাকাবাসীর হৃদয়ে অম্লান। মুসলিম উদ্দিনের সন্তানরাও বিভিন্ন ক্ষেত্রে রেখেছেন সাফল্যের স্বাক্ষর।সাংবাদিক সালেহ উদ্দিন এর ভাই মো. নাজিম উদ্দিন সামছু: দুইবারের পৌর মেয়র ও সমাজ সেবায় রয়েছে তার বিভিন্ন অবদান।চুনারুঘাটের সামাজিক বিচার সালিশ থেকে শুরু করে বড় বড় সমস্যার সমাধান তিনি করে থাকেন।আরেক ভাই গিয়াস উদ্দিন: বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ এর নীতিনির্ধারক হিসাবে কাজ করছেন।
আলাউদ্দিন: সামাজিক নেতৃত্বে ন্যায়পরায়ণতার জন্য খ্যাত এবং সবছোট ভাই নাসির উদ্দিন: মুসলিম প্লাজা, মুসলিম হল কমিউনিটি সেন্টার ও ইন্টারনেট ব্যবসার পাশাপাশি আইনপেশায় যুক্ত রয়েছেন।
চুনারুঘাটবাসীর কাছে সালেহ উদ্দিন শুধু একজন সাংবাদিক নন, তিনি এলাকার গর্ব ও অনুপ্রেরণা। চুনারুঘাট উপজেলার একজন প্রবীন মুরুব্বি আম্বর আলী সরর্দার বলেন, সালেহ উদ্দিনের এই অর্জন পুরো এলাকার জন্য গৌরবের। তিনি হবিগঞ্জ তথা চুনারুঘাটের নাম উজ্জ্বল করেছেন।
ন্যাশনাল টি কোম্পানির চন্ডীছড়া চা বাগানের ম্যানেজার সেলিমুর রহমান বলেন,সাংবাদিক সালাউদ্দিন এর মত একজন প্রজ্ঞা, সৎ,নিষ্ঠাবান,পরিচালক খুবই প্রয়োজন ছিল। আশা করি উনার নেতৃত্বে ন্যাশনাল টি কোম্পানি(এনটিসি) এগিয়ে যাবে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি আমাদের চুনারুঘাটের কৃতি সন্তান সাংবাদিক সালাউদ্দিন ন্যাশনালটি কোম্পানির পরিচালক হয়েছেন।আশাকরি তার মাধ্যমে ন্যাশনাল টি কোম্পানির ১৪ টি চা বাগান শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হবে।
গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, আমরা টেলিভিশনে তাঁর বক্তব্য শুনে অনুপ্রাণিত হই। এবার তাঁর নতুন দায়িত্ব আমাদের আরও সাহস জোগাবে।
চুনারুঘাটের বিশিষ্ট শিল্পপতি আব্দুল মালেক জাপানি বলেন, সালেহ উদ্দিন শুধু জাতীয় পর্যায়ের সাংবাদিক নন, তিনি চুনারুঘাট সাংবাদিকতারও উজ্জ্বল নক্ষত্র। মরহুম আলহাজ্ব মুসলিম উদ্দিনের রেখে যাওয়া উন্নয়নধারা ও অবদান আজ তাঁর সন্তানদের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছেছে। সালেহ উদ্দিনের নতুন দায়িত্ব সেই ঐতিহ্যেরই ধারাবাহিকতা।
লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী ও লন্ডন ট্রেডিশনের মালিক মামুন চৌধুরী বলেন,সালাউদ্দিন সিলেটবাসীর গর্ব। তার বাবা মরহুম মুসলিম উদ্দিন চেয়ারম্যান যে ভাবে সততা, উন্নয়ন ও মানুষের কল্যাণে আজীবন কাজ করেছেন সেই আদর্শের প্রতিফলন এখন তাঁর পরিবারের সন্তানদের মাঝে দেখা যাচ্ছে।
দেশ সেরা পত্রিকা দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক দায়িত্ব কমে নেয়। এবার তাঁর নতুন দুটি দায়িত্ব আমাদের প্রবাসী সিলেটী ও পুরো এলাকার জন্য গৌরবের। আমি বিশ্বাস করি, সে দেশ ও জাতির কল্যাণে আরও বড় অবদান রাখবে।
সাংবাদিক সালেহ উদ্দিন বলেন, এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও বটে। আমি সবসময় চেষ্টা করেছি সততার সাথে কাজ করতে। চুনারুঘাট ও হবিগঞ্জ আমার শেকড়। আমি যেখানে থাকি, সেখানেই এলাকার মর্যাদা রক্ষার চেষ্টা করি।
পিকেএসএফ এবং এনটিসি’র মতো প্রতিষ্ঠান থেকে কাজ করার সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। সকলের দোয়া ও ভালোবাসা নিয়েই আমি সামনের পথ চলতে চাই।