ঢাকা ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বৈষম্যহীন সুখী সমৃদ্ধিশালী দারিদ্রমুক্ত বাংলদেশ গঠনে যাকাতের বিকল্প নেই -ধর্ম উপদেষ্টা Logo ফারুক ও সাজিদের নেতৃত্বে চুনারুঘাট প্রেসক্লাবে কমিটি গঠন Logo হবিগঞ্জে হাত-পা বেঁধে সড়কে ডাকাতি, জনতার হাতে আটক ৩ Logo লন্ডন ক্লিনিক থেকে ১৭ দিন পর বাসায় গেলেন বেগম খালেদা জিয়া Logo সুইজারল্যান্ড থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা Logo এলএনজি সরবরাহে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় চুক্তি Logo হবিগঞ্জের কৃতি সন্তান শরফ উদ্দিন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত Logo হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাব শিক্ষার্থীদের ১৭তম বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত Logo Kanouj Beanerjee AttachmentsJan 23, 2025, 11:55 PM (20 hours ago) to me, newsalldbp, newsmorningpost24 আজমিরীগঞ্জে কয়েকদিন ধরে জেঁকে বসেছে শীত ও কূয়াসা, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ Logo শায়েস্তাগঞ্জে লেপ-তোশকের দোকানে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

আজমিরীগঞ্জে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

রামকৃষ্ণ তালুকদার আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ

এই বছর আজমিরীগঞ্জে আমন ধান দেরিতে রোপন করায় উপজেলায় কিছু কিছু স্থানে আমন ধান কাটা শুরু হলে ও বোরো ধান লাগানোর কর্মযজ্ঞ ইতিমধ্যে শুরু হয়েছে। তারই অংশ হিসেবে বোরো ধানের চারা উৎপাদনের জন্য বীজ তলা তৈরি কাজে ব্যস্ত সময় পার করছে আজমিরীগঞ্জের ভিন্ন এলাকার কৃষক। উপজেলা কৃষি অফিসের দেয়া তথ্য মতে, এবার উপজেলার ৫ টি ইউনিয়নে মোট ৬৪৮ হেক্টর জমি বীজ তলা তৈরি লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের মধ্যে বীজ ও সার বীতরন করা হয়েছে।এর মধ্যে উফশী জাতের বীজ চার হাজার পাঁচশত ও হাইব্রিড বীজ তিন হাজার সাতশত কৃষকের মধ্যে বিতরন করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের এলাকাগুলোতে কৃষকদের বোরো ধানের বীজতলা তৈরির কর্ম ব্যস্ততা ছিল চোখে পড়ার মত। কেউ বীজতলায় সেচ দিচ্ছে, কেউ বীজতলা চাষ করছে, অনেকেই মই দিয়ে বীজতলা সমান করতেছে। কেউ আবার সনাতন পদ্ধতিতে পা অথবা জমি মাপার বাশের তৈরি মাপ কাঠি দিয়ে জমি মেপে দিচ্ছে। কেউ আবার বীজতলার আইল বা বাতুর তুলছে অতি সুনিপুণ হাতে। আবার কোন কোন চাষি অঙ্কুরিত বীজ ধানগুলো বীজতলায় ছিটাচ্ছে (বপণ করছে) পরম যত্নে।

উপজেলার জলসুখা ইউনিয়নের পিঠাবাড়ি এলাকাগুলোতে এমনই দৃশ্য দেখতে পাওয়া গেছে। বীজতলার জন্য সাধারণত এসব নিচু ও খাল বিলের জমি নির্বাচন করা হয়ে থাকে। শুষ্ক মৌসুম বা নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এসব নিচু জমি ও বিলের পানি শুকিয়ে যায়। ঠিক তখনই শুরু হয় বীজতলা তৈরির এই মহোৎসব। কৃষকরা জানায়, আগে বীজ বপণ করতে পারলে ধানের চারা সতেজ সুন্দর হয়। আগাম বীজতলার চারা রোপণ করলে ধানের ফলন ভালো হয়।আজমিরীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ লুৎফে আল মুঈজ মুঠোফোনে জানান এ বছর উপজেলায় ৬৪৮ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। কৃষকদের মধ্যে বীজ ও সার বীতরন করা হয়েছে।এর মধ্যে উফশী জাতের বীজ চার হাজার পাঁচশত ও হাইব্রিড বীজ তিন হাজার সাতশত কৃষকের মধ্যে বিতরন করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
২১ বার পড়া হয়েছে

আজমিরীগঞ্জে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

আপডেট সময় ০২:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

এই বছর আজমিরীগঞ্জে আমন ধান দেরিতে রোপন করায় উপজেলায় কিছু কিছু স্থানে আমন ধান কাটা শুরু হলে ও বোরো ধান লাগানোর কর্মযজ্ঞ ইতিমধ্যে শুরু হয়েছে। তারই অংশ হিসেবে বোরো ধানের চারা উৎপাদনের জন্য বীজ তলা তৈরি কাজে ব্যস্ত সময় পার করছে আজমিরীগঞ্জের ভিন্ন এলাকার কৃষক। উপজেলা কৃষি অফিসের দেয়া তথ্য মতে, এবার উপজেলার ৫ টি ইউনিয়নে মোট ৬৪৮ হেক্টর জমি বীজ তলা তৈরি লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের মধ্যে বীজ ও সার বীতরন করা হয়েছে।এর মধ্যে উফশী জাতের বীজ চার হাজার পাঁচশত ও হাইব্রিড বীজ তিন হাজার সাতশত কৃষকের মধ্যে বিতরন করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের এলাকাগুলোতে কৃষকদের বোরো ধানের বীজতলা তৈরির কর্ম ব্যস্ততা ছিল চোখে পড়ার মত। কেউ বীজতলায় সেচ দিচ্ছে, কেউ বীজতলা চাষ করছে, অনেকেই মই দিয়ে বীজতলা সমান করতেছে। কেউ আবার সনাতন পদ্ধতিতে পা অথবা জমি মাপার বাশের তৈরি মাপ কাঠি দিয়ে জমি মেপে দিচ্ছে। কেউ আবার বীজতলার আইল বা বাতুর তুলছে অতি সুনিপুণ হাতে। আবার কোন কোন চাষি অঙ্কুরিত বীজ ধানগুলো বীজতলায় ছিটাচ্ছে (বপণ করছে) পরম যত্নে।

উপজেলার জলসুখা ইউনিয়নের পিঠাবাড়ি এলাকাগুলোতে এমনই দৃশ্য দেখতে পাওয়া গেছে। বীজতলার জন্য সাধারণত এসব নিচু ও খাল বিলের জমি নির্বাচন করা হয়ে থাকে। শুষ্ক মৌসুম বা নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এসব নিচু জমি ও বিলের পানি শুকিয়ে যায়। ঠিক তখনই শুরু হয় বীজতলা তৈরির এই মহোৎসব। কৃষকরা জানায়, আগে বীজ বপণ করতে পারলে ধানের চারা সতেজ সুন্দর হয়। আগাম বীজতলার চারা রোপণ করলে ধানের ফলন ভালো হয়।আজমিরীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ লুৎফে আল মুঈজ মুঠোফোনে জানান এ বছর উপজেলায় ৬৪৮ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। কৃষকদের মধ্যে বীজ ও সার বীতরন করা হয়েছে।এর মধ্যে উফশী জাতের বীজ চার হাজার পাঁচশত ও হাইব্রিড বীজ তিন হাজার সাতশত কৃষকের মধ্যে বিতরন করা হয়েছে।