ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo salil baran das 12:11 PM (55 minutes ago) to sylhetview24, news, bcc: me নবীগঞ্জে সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক ফারুক নিহতের ঘটনায় সাংবাদিক সহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা। Logo শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণ, ৪ জনের বিরুদ্ধে মামলা Logo হবিগঞ্জে জেলায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৫.১৪ শতাংশ, ১০ বছরে চরম বিপর্যয় Logo চিচিঙ্গা চাষে সফল বাহুবল উপজেলার কৃষক নুরুল Logo নবীগঞ্জে সংঘর্ষের ৩ দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার ,পুলিশ বাদী হয়ে ০৮ সাংবাদিক সহ ৩২ জন সহ অজ্ঞাত ৪/৫ হাজার জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাটে ড্রাগন চাষে সফল সৌদি প্রবাসি জহুর হোসেন Logo শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ৪ জনের মৃত্যু Logo নবীগঞ্জ শহরসহ ৭টি গ্রামের মানুষ জন শুন্য যৌথবাহিনী অভিযান ১৩ জন আটক Logo হবিগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই Logo নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ আহত কয়েক শতাধিক

আজমিরীগঞ্জ জলসুখার জমিদার বাড়ি এখন মাদকসেবী ও জুয়ারিদের অভয় আরণ্য

কনৌজ ব্যানার্জী, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি :-

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর উপশাখা কুশিয়ারার কুদালিয়ার নদীর তীরে অবস্থিত। হাওর নদী নালা বেষ্টিত এই গ্রামের প্রাকৃতিক রুপ অপূর্ব সৌন্দর্যে ঘেরা। পূর্ব থেকেই নদী বেষ্টিত এই ছোট গ্রাম ঐতিহ্যবাহী।

খোঁজ নিয়ে জানা যায়, ১৩ জন জমিদারের গ্রাম জলসুখা। এই গ্রামের জমিদার বাড়ি ও জমিদারদের নিয়ে বাংলাদেশের সুনাম ধন্য লেখক হুমায়ুন আহমেদ গেটোপুত্র কমলা টেলিফিল্মের মাধ্যমে কাহিনি ও চিত্র ধারন করেছে।

বর্তমানে জলসুখার আড়াইশ বছরের পুরনো ১৩ টি জমিদার বাড়ি বর্তমানে অযত্ন-অবহেলায় পড়ে আছে।
জমিদারদের বংশধরেরা বেশ কয়েকটি বাড়ি বিক্রি করার পর নতুন ভাবে সংস্কার করে ব্যবহার করছে তারা ।

এ ছাড়া বাকি বাড়িগুলোর অবস্থা একেবারেই জরাজীর্ণ হওয়ায় এগুলো পরিণত হয়েছে মাদকসেবী ও জুয়াড়িদের অভয় আরন্য তে পরিনত হয়ে পরছে।এই ঐতিহ্যবাহী জলসুখার ১৩ জমিদারের আড়াইশ বছরের পুরনো একটি জমিদার বাড়ি, বৈঠকখানা ও ঘেটু নাট মন্দির অযত্ন-অবহেলায়, পূর্ণ সংস্কার হলে হতে পারে পর্যটন স্পষ্ট হতে পারে। অযত্নে অবহেলায় পরে থাকার কারণে এখন মাদক সেবী ও জোয়ারিদের অভয় আরণ্য।

সন্ধ্যা পর থেকে রাত যত গভীর হয় ততই সেখানে মাদকসেবী ও জোয়ারিদের আড্ডা জমজমাট হয়। আর দিনের বেলাবকাটে ছেলেদের আড্ডা। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ডালিম আহমেদ সঙ্গে আলোচনা করলে তিনি জানান মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে, দ্রুত এটি খতিয়ে দেখবো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
৯৭ বার পড়া হয়েছে

আজমিরীগঞ্জ জলসুখার জমিদার বাড়ি এখন মাদকসেবী ও জুয়ারিদের অভয় আরণ্য

আপডেট সময় ১১:০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর উপশাখা কুশিয়ারার কুদালিয়ার নদীর তীরে অবস্থিত। হাওর নদী নালা বেষ্টিত এই গ্রামের প্রাকৃতিক রুপ অপূর্ব সৌন্দর্যে ঘেরা। পূর্ব থেকেই নদী বেষ্টিত এই ছোট গ্রাম ঐতিহ্যবাহী।

খোঁজ নিয়ে জানা যায়, ১৩ জন জমিদারের গ্রাম জলসুখা। এই গ্রামের জমিদার বাড়ি ও জমিদারদের নিয়ে বাংলাদেশের সুনাম ধন্য লেখক হুমায়ুন আহমেদ গেটোপুত্র কমলা টেলিফিল্মের মাধ্যমে কাহিনি ও চিত্র ধারন করেছে।

বর্তমানে জলসুখার আড়াইশ বছরের পুরনো ১৩ টি জমিদার বাড়ি বর্তমানে অযত্ন-অবহেলায় পড়ে আছে।
জমিদারদের বংশধরেরা বেশ কয়েকটি বাড়ি বিক্রি করার পর নতুন ভাবে সংস্কার করে ব্যবহার করছে তারা ।

এ ছাড়া বাকি বাড়িগুলোর অবস্থা একেবারেই জরাজীর্ণ হওয়ায় এগুলো পরিণত হয়েছে মাদকসেবী ও জুয়াড়িদের অভয় আরন্য তে পরিনত হয়ে পরছে।এই ঐতিহ্যবাহী জলসুখার ১৩ জমিদারের আড়াইশ বছরের পুরনো একটি জমিদার বাড়ি, বৈঠকখানা ও ঘেটু নাট মন্দির অযত্ন-অবহেলায়, পূর্ণ সংস্কার হলে হতে পারে পর্যটন স্পষ্ট হতে পারে। অযত্নে অবহেলায় পরে থাকার কারণে এখন মাদক সেবী ও জোয়ারিদের অভয় আরণ্য।

সন্ধ্যা পর থেকে রাত যত গভীর হয় ততই সেখানে মাদকসেবী ও জোয়ারিদের আড্ডা জমজমাট হয়। আর দিনের বেলাবকাটে ছেলেদের আড্ডা। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ডালিম আহমেদ সঙ্গে আলোচনা করলে তিনি জানান মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে, দ্রুত এটি খতিয়ে দেখবো।