আজমিরীগঞ্জ জলসুখা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জনবলের অভাবে সেবা কার্যক্রম ব্যাহত
চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য সরকার ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য উপ- কেন্দ্র , কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র এবং মা ও শিশু কল্যান কেন্দ্র। সরকারিভাবে এসব স্বাস্থ্যকেন্দ্রে বিনা মূল্যে ঔষধ সরবরাহ ও প্রথমিক চিকিৎসাসেবা প্রদানের জন্য জনবলের সৃষ্ট পদ রয়েছে ।
কিন্তুু জলসুখা ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্রের জনবল সংকটের কারনে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সৃজনকৃত পদ আছে কিন্তুু জনবল নেই ।
জলসূখা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে প্রতিটিতে সৃষ্ট জনবলের পদ রয়েছে পাঁচটি। এগুলো হচ্ছে—মেডিক্যাল অফিসার এক জন, উপ-সহকারী মেডিক্যাল অফিসার এক জন, মিডি ওয়াইফ এক জন, ফার্মাসিস্ট এক জন ও অফিস সহকারী এক জন। খোঁজ নিয়ে দেখা যায় স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে উপ-সহকারী মেডিক্যাল অফিসার এক জন, ও মিডি ওয়াইফ এক জন রয়েছে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন এর সঙ্গে ফোনে আলাপ করলে তিনি জানান এই বিষয় নিয়ে আমরা উর্ধতন কর্মকতাদের কাছে লেখা লেখি করছি ভবিষ্যতে যদি জনবল নিয়োগ হয়, তাহলে শুন্যপদ গুলি পূর্ণ হবে।