ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নবীগঞ্জ শহরসহ ৭টি গ্রামের মানুষ জন শুন্য যৌথবাহিনী অভিযান ১৩ জন আটক Logo হবিগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই Logo নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ আহত কয়েক শতাধিক Logo জুলাই অভ্যুত্থানে নৃশংস হামলার আসামি ও দালাল সাংবাদিকদের বিরুদ্ধে মৌলভীবাজারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo ৪দিনের উত্তেজনার পর নবীগঞ্জে কয়েক হাজার মানুষের সংঘর্ষে নিহত ১, আহত কয়েক শতাধিক Logo নবীগঞ্জ দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক আহত Logo এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই Logo হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা সাকিব গ্রেপ্তার Logo শায়েস্তাগঞ্জ থানার সাবেক ওসি কামালের বিরুদ্ধে বিভাগীয় মামলা: সাংবাদিকসহ ২ জনের সাক্ষ্যগ্রহণ Logo হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

আজমিরীগঞ্জ পৌর এলাকার পুকুর পাড় গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি ঘর পুড়ে ছাই

কনৌজ কান্তি ব্যানার্জী, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

আজমিরীগঞ্জ পৌর এলাকার ৮ নং ওয়ার্ড পুকুর পাড় গ্রামে আজ মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৫ ঘটিকায় রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার পুকুর পাড় মনিলাল কুরির পিছনে বাসের ও টিনের কাঁচা বেড়ার তিনটি ঘর পিছনে রান্না ঘর,মধ্যে বাসন রাখার ঘর,গরুর ঘরসহ মূহুর্তের মধ্যে পুড়ে যায়।

স্থানীয়রা জানান, মনিলাল কুরির আসবাবপত্র, বিছানাপত্র, কাপড়,হাঁড়ি, পাতিল চেয়ার, ডাইনিং টেবিল, টিনের ৩ টি টাংকের ভিতর শাড়ি,কসমেটিকস জিনিসপত্র সহ আনুমানিক প্রায় লক্ষাধিক টাকার মালপত্র পুড়ে ছাই হয়ে যায়।ধোঁয়া দেখে পাশের বাসার মহিলা একজন এসে বললে তারা অবগত হয়ে শোর চিৎকার শুরু করে , তাদের শোর চিৎকার শুনে আশে পাশের লোকজন এসে প্রায় ২ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়।

পাশের বাসার দেয়াল থাকায় আগুন সারা গ্রামে ছড়িয়ে পড়েনি।বিকাশ মোদকের বিল্ডিংয়ের দেওয়াল থাকায় আগুন চারদিকে ছড়িয়ে পড়েনি।

আজমিরীগঞ্জ পুকুর পাড় গ্রামের মনিলালা কুরির পুত্র মনিশংকর (৩৩) জানান, আগুন কিভাবে লাগছে জানা নেই, আমার তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আজমিরীগঞ্জ পিআইও সুবোধ মন্ডল জানান, আমি পরিদর্শন করে এসেছি, এখন শুকনো খাবার আর কম্বল দিবে,পরে জেলা অফিসে ক্ষয়ক্ষতির পরিমান প্রতিবেদন পাঠানো হবে।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদার বলেন, আমরা ফেইসবুকে একটা পোস্ট দেখেছি কত আগুন লাগলে উপজেলা প্রশাসন জাগ্রত হবে, মূলত উপজেলা প্রশাসন সবসময় জাগ্রত আছে,আমরা সর্বদা আজমিরীগঞ্জবাসীর পাশে আছি ও ভবিষ্যতে থাকবো। কারন এটা আমাদের দ্বায়িত্ব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
৬০ বার পড়া হয়েছে

আজমিরীগঞ্জ পৌর এলাকার পুকুর পাড় গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি ঘর পুড়ে ছাই

আপডেট সময় ১২:৪৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

আজমিরীগঞ্জ পৌর এলাকার ৮ নং ওয়ার্ড পুকুর পাড় গ্রামে আজ মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৫ ঘটিকায় রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার পুকুর পাড় মনিলাল কুরির পিছনে বাসের ও টিনের কাঁচা বেড়ার তিনটি ঘর পিছনে রান্না ঘর,মধ্যে বাসন রাখার ঘর,গরুর ঘরসহ মূহুর্তের মধ্যে পুড়ে যায়।

স্থানীয়রা জানান, মনিলাল কুরির আসবাবপত্র, বিছানাপত্র, কাপড়,হাঁড়ি, পাতিল চেয়ার, ডাইনিং টেবিল, টিনের ৩ টি টাংকের ভিতর শাড়ি,কসমেটিকস জিনিসপত্র সহ আনুমানিক প্রায় লক্ষাধিক টাকার মালপত্র পুড়ে ছাই হয়ে যায়।ধোঁয়া দেখে পাশের বাসার মহিলা একজন এসে বললে তারা অবগত হয়ে শোর চিৎকার শুরু করে , তাদের শোর চিৎকার শুনে আশে পাশের লোকজন এসে প্রায় ২ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়।

পাশের বাসার দেয়াল থাকায় আগুন সারা গ্রামে ছড়িয়ে পড়েনি।বিকাশ মোদকের বিল্ডিংয়ের দেওয়াল থাকায় আগুন চারদিকে ছড়িয়ে পড়েনি।

আজমিরীগঞ্জ পুকুর পাড় গ্রামের মনিলালা কুরির পুত্র মনিশংকর (৩৩) জানান, আগুন কিভাবে লাগছে জানা নেই, আমার তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আজমিরীগঞ্জ পিআইও সুবোধ মন্ডল জানান, আমি পরিদর্শন করে এসেছি, এখন শুকনো খাবার আর কম্বল দিবে,পরে জেলা অফিসে ক্ষয়ক্ষতির পরিমান প্রতিবেদন পাঠানো হবে।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদার বলেন, আমরা ফেইসবুকে একটা পোস্ট দেখেছি কত আগুন লাগলে উপজেলা প্রশাসন জাগ্রত হবে, মূলত উপজেলা প্রশাসন সবসময় জাগ্রত আছে,আমরা সর্বদা আজমিরীগঞ্জবাসীর পাশে আছি ও ভবিষ্যতে থাকবো। কারন এটা আমাদের দ্বায়িত্ব।