সংবাদ শিরোনাম
নবীগঞ্জে পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
নবীগঞ্জ উপজেলার কুশি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের একটি শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিশুর হল আব্দুল হাসিমের মেয়ে মরিয়ম বেগম (০২)
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটের দিকে শিশুটির বাবা-মা, আব্দুল হাসিম ও শিবলী বেগম, মেয়েকে দেখতে না পেয়ে খোজতে বের হন।
তাকে না পেয়ে পরিবারের সকল সদস্য অনেক সময় খোঁজাখোজি করতে তাকেন। পরে তার আত্ময়ী স্বজন বাড়ির একটি পুকুরে পড়ে আছে দেখতে পান, তারপর আত্মীয়-স্বজন মরিয়ম বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার এস, আই তরিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম নিশ্চিত করেছেন।
ট্যাগস :