ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তারেক রহমানের অপেক্ষায় দেশবাসী Logo হবিগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছেন বিএনপির অর্ধলক্ষাধিক নেতাকর্মী Logo শায়েস্তাগঞ্জে কৃষি জমির টপসয়েল বিক্রির হিড়িক, জড়িত প্রভাবশালী সিন্ডিকেট চক্র Logo হবিগঞ্জ বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ Logo হাদিকে গুলি: হবিগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা জারি Logo শায়েস্তাগঞ্জ খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপজেলা যুবদলের দোয়া মাহফিল Logo চুনারুঘাট উপজেলায় বিএনপির স্থানীয় নেতাদের বিরুদ্ধে বন কর্মকর্তাকে মারধরের অভিযোগ Logo হবিগঞ্জের বাহুবলে ট্রাক-চাপায় স্কুলশিক্ষক নিহত Logo হবিগঞ্জ বেপরোয়া ট্রাক চাপায় নারী নিহত Logo বেইলিব্রিজ ভেঙে হবিগঞ্জ-বানিয়াচং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হবিগঞ্জে সাবেক এমপি জাহিরসহ ৭৮ জনের বিরুদ্ধে মামলা

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

২০২৩ সালের ১০ ডিসেম্বর হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে সংঘর্ষের ঘটনায় সাবেক এমপি মো. আবু জাহিরকে প্রধান আসামি করে ৭৮ জনের নাম উল্লেখসহ মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০০ জনকে।

বুধবার (২৫ ডিসেম্বর) জেলা শহরের নাতিরাবাদ এলাকার মৃত মরম আলীর ছেলে মেরাজ আহমেদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় আবু জাহির ছাড়াও সাবেক পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা শঙ্খ শুভ্র রায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল মনসুর চৌধুরী, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সালেক মিয়া, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ জাবেদ আলীর নাম রয়েছে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের স্বজনদের নিয়ে শহরের শায়েস্তানগরে জেলা বিএনপি মানববন্ধনের আয়োজন করে। এসময় আসামিরা মেরাজ আহমেদকে হত্যার উদ্দেশ্যে মারধর করে হাড় ভাঙাসহ মারাত্মক জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি মামলাটি করেছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
১১১ বার পড়া হয়েছে

হবিগঞ্জে সাবেক এমপি জাহিরসহ ৭৮ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৬:২৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

২০২৩ সালের ১০ ডিসেম্বর হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে সংঘর্ষের ঘটনায় সাবেক এমপি মো. আবু জাহিরকে প্রধান আসামি করে ৭৮ জনের নাম উল্লেখসহ মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০০ জনকে।

বুধবার (২৫ ডিসেম্বর) জেলা শহরের নাতিরাবাদ এলাকার মৃত মরম আলীর ছেলে মেরাজ আহমেদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় আবু জাহির ছাড়াও সাবেক পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা শঙ্খ শুভ্র রায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল মনসুর চৌধুরী, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সালেক মিয়া, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ জাবেদ আলীর নাম রয়েছে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের স্বজনদের নিয়ে শহরের শায়েস্তানগরে জেলা বিএনপি মানববন্ধনের আয়োজন করে। এসময় আসামিরা মেরাজ আহমেদকে হত্যার উদ্দেশ্যে মারধর করে হাড় ভাঙাসহ মারাত্মক জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি মামলাটি করেছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।