ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৮১ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

মেহেদী হাসান মিরাজ আর জাকের আলি অনিকের জোড়া ফিফটিতে ইনিংস পরাজয়ের শঙ্কা এড়িয়ে বাংলাদেশে পেয়েছে লিড। তবে বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ খেলা হয়নি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৬৫ রানে এগিয়ে থাকে বাংলাদেশ। এর মাঝেই ঘোষণা আসে চা বিরতির। এরপর বিকাল ৩টায় ফের খেলা শুরু হয়ে বল মাঠে গড়ায় কেবল ৫ ওভার। আবার বন্ধ হয়, আলোকস্বল্পতার কারণে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শেষ পর্যন্ত তৃতীয় দিনের খেলা শেষ বলে ঘোষণা দিতে বাধ্য হন।

বাংলাদেশ সময় বিকাল ৩টা ৫৬ মিনিটে আম্পায়াররা মাঠ পরিদর্শনে নেমে দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন।
তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের রান ৭ উইকেট হারিয়ে ২৮৩। টাইগারদের জন্য স্বস্তির, ইনফর্ম ব্যাটার মেহেদী হাসান মিরাজ ৮৭ রান নিয়ে রয়েছেন উইকেটে। বাংলাদেশ দলের লিড দাঁড়িয়েছে ৮১ রানের।

৩ উইকেটে ১০১ রান নিয়ে আজ সকালে খেলা শুরু করে ৬ উইকেটে ১১২। তখনও দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের চেয়ে ৯০ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ইনিংস হার চোখরাঙানি দিচ্ছিল। এমন পরিস্থিতিতে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি অনিক মিলে দলকে এনে দেন স্বস্তি। তবে ফিফটি হাঁকিয়ে ব্যক্তিগত ৫৮ রানে উইকেট হারান জাকের। মিরাজ অবশ্য দলের সংগ্রহ টেনে ছুটছেন শতকের পথে।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা করে ৩০৮ রান। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে বাংলাদেশের সামনে প্রোটিয়াদের লিড ছিল ২০২ রানের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
২২ বার পড়া হয়েছে

৮১ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করলো বাংলাদেশ

আপডেট সময় ০৫:০২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

মেহেদী হাসান মিরাজ আর জাকের আলি অনিকের জোড়া ফিফটিতে ইনিংস পরাজয়ের শঙ্কা এড়িয়ে বাংলাদেশে পেয়েছে লিড। তবে বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ খেলা হয়নি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৬৫ রানে এগিয়ে থাকে বাংলাদেশ। এর মাঝেই ঘোষণা আসে চা বিরতির। এরপর বিকাল ৩টায় ফের খেলা শুরু হয়ে বল মাঠে গড়ায় কেবল ৫ ওভার। আবার বন্ধ হয়, আলোকস্বল্পতার কারণে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শেষ পর্যন্ত তৃতীয় দিনের খেলা শেষ বলে ঘোষণা দিতে বাধ্য হন।

বাংলাদেশ সময় বিকাল ৩টা ৫৬ মিনিটে আম্পায়াররা মাঠ পরিদর্শনে নেমে দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন।
তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের রান ৭ উইকেট হারিয়ে ২৮৩। টাইগারদের জন্য স্বস্তির, ইনফর্ম ব্যাটার মেহেদী হাসান মিরাজ ৮৭ রান নিয়ে রয়েছেন উইকেটে। বাংলাদেশ দলের লিড দাঁড়িয়েছে ৮১ রানের।

৩ উইকেটে ১০১ রান নিয়ে আজ সকালে খেলা শুরু করে ৬ উইকেটে ১১২। তখনও দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের চেয়ে ৯০ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ইনিংস হার চোখরাঙানি দিচ্ছিল। এমন পরিস্থিতিতে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি অনিক মিলে দলকে এনে দেন স্বস্তি। তবে ফিফটি হাঁকিয়ে ব্যক্তিগত ৫৮ রানে উইকেট হারান জাকের। মিরাজ অবশ্য দলের সংগ্রহ টেনে ছুটছেন শতকের পথে।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা করে ৩০৮ রান। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে বাংলাদেশের সামনে প্রোটিয়াদের লিড ছিল ২০২ রানের।