ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আজমিরীগঞ্জে খালে ভাসছিল যুবকের মরদেহ

আজমিরীগঞ্জ প্রতিনিধি :-

হবিগঞ্জের আজমিরীগঞ্জে খালে ভাসমান অবস্থায় সুজন রবি দাস (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সৌলরীর কাদিরপুর জয়নগর সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সুজন রবি দাস জেলার বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের মৃত চিরতন রবি দাসের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তানদের নিয়ে আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের সৌলরীর জয়নগর এলাকায় বসবাস করছিলেন।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে সুজন তার বোনের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠান থেকে কাদিরপুরে তার নিজ বাড়িতে ফিরে আসেন। এদিন সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে রাতে আর ঘরে ফেরেননি। বুধবার দুপুরে সৌলরী মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী টিফিন পিরিয়ডে বাড়ি ফেরার পথে একটি মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়দের অবগত করেন।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুল বলেন, স্থানীয়দের মাধ্যমে ভাসমান মরদেহের বিষয়টি জানতে পেরেছি। সুজনের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন।

আজমিরীগঞ্জ থানার ওসি এ,বি,এম মাঈদুল হাছান বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
১৮ বার পড়া হয়েছে

আজমিরীগঞ্জে খালে ভাসছিল যুবকের মরদেহ

আপডেট সময় ০১:০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

হবিগঞ্জের আজমিরীগঞ্জে খালে ভাসমান অবস্থায় সুজন রবি দাস (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সৌলরীর কাদিরপুর জয়নগর সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সুজন রবি দাস জেলার বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের মৃত চিরতন রবি দাসের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তানদের নিয়ে আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের সৌলরীর জয়নগর এলাকায় বসবাস করছিলেন।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে সুজন তার বোনের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠান থেকে কাদিরপুরে তার নিজ বাড়িতে ফিরে আসেন। এদিন সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে রাতে আর ঘরে ফেরেননি। বুধবার দুপুরে সৌলরী মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী টিফিন পিরিয়ডে বাড়ি ফেরার পথে একটি মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়দের অবগত করেন।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুল বলেন, স্থানীয়দের মাধ্যমে ভাসমান মরদেহের বিষয়টি জানতে পেরেছি। সুজনের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন।

আজমিরীগঞ্জ থানার ওসি এ,বি,এম মাঈদুল হাছান বিষয়টি নিশ্চিত করেন।