ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাজমুল হোসেনকে সংবর্ধনা Logo হবিগঞ্জে ৪ কোটি ৬৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo আজ সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী Logo সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যুগ্ম-সচিব বর্তমান কমিটির প্রচেষ্টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব নান্দনিক হয়েছে Logo সাতছড়ি, রেমা-কালেঙ্গাঘেরা চুনারুঘাটে পর্যটনের বিপুল সম্ভাবনা, অভাব পরিকল্পনার Logo দখল-দূষণে অস্তিত্ব হারাচ্ছে হবিগঞ্জের নদ-নদী Logo শায়েস্তাগঞ্জ অলিপুর পুলিশ ক্যাম্প চালু হওয়ায় শিল্প এলাকার বেড়েছে নিরাপত্তা ব্যবস্থা Logo নবীগঞ্জে টমটম-সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত Logo পর্যটন শিল্পে সম্ভবনাময় উপজেলা চুনারুঘাট Logo বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, চক্রান্ত করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না- জি কে গউছ

আজমিরীগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ স্যানিটেশন প্রকল্পের আওতাধীন শৌচাগার নির্মাণে অনিয়ম

কনৌজ কান্তি ব্যানার্জী, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ প্রতিনিধিঃ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাংলাদেশের ২৩ টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় আজমিরীগঞ্জ পৌরসভায় ১০ টি শৌচাগারের মধ্যে ৮ টি শৌচাগার করা হলেও নির্মানে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। সরজমিন গিয়ে দেখা যায়, আজমিরীগঞ্জ পৌরসভার ১০ টি শৌচাগার নির্মাণের জন্য প্রায় ৭৫ লক্ষ টাকার বরাদ্দ দেয় প্রকল্প পরিচালক।

আজমিরীগঞ্জ পৌরসভার ১০ টি শৌচাগারের মধ্যে ৮ টির কাজ সম্পন্ন হলেও , এতে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে ,আজমিরীগঞ্জ পৌরসভাধীন কারখানা মাদ্রাসায় একটি কমিউনিটি টয়লেটের সাইডের এপ্রোনগুলো হ্যান্ডওভারের পূর্বেই ভেঙে পড়েছে,এবং এইগুলোতে ইস্টিমিট অনুযায়ী কমেট,টাইলস, স্যানিটারী পাইপ নিম্ন মানের দেওয়া হয়।

গরু হাটা পাবলিক টয়লেটে ড্রয়িং অনুযায়ী পাবলিক টয়লেটের মলের পিট এবং এপ্রোনের নিচে ৩ ইঞ্চি ইটের সলিং দেওয়া হয়নি।যার ফলে এপ্রোনগুলো ভেঙে যাচ্ছে।পাবলিক টয়লেটের আস্তরগুলো ফেটে যাচ্ছে, ও ইলেক্ট্রিক কাজের মধ্যে প্রায় অর্ধেকই লাইট লাগানো হয়নি, নিম্ন মানের রং ব্যবহার করা হয়েছে। ইস্টিমিড অনুযায়ী টাইলস,লো কমেট,হাই কমেট,বিপ কক,এংগেল কক,বেসিন,সাবান দানি,টিস্যু বক্স করা হয়নি।সবক্ষেত্রেই নিম্ন মানের ব্যবহার করা হয়।

পৌরসভার আজিমনগর লম্বাহাটি, রবিদাস পাড়া, লঞ্চঘাট, নগর মসজিদ, বাঁশ মহাল মসজিদ, নিগমানন্দ আশ্রমে সহ সব জায়গায় একই অনিয়ম পাওয়া যায়। আজমিরীগঞ্জ পৌরসভার ৮টি শৌচাগারে একই অনিয়ম দেখা যায়। আজমিরীগঞ্জ পৌরসভার ৮টি শৌচাগারের কাজটি পায় গ্রীনডট কোম্পানি লিমিটেড, তত্ত্বাবধানে আজমিরীগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী।

প্রকল্প ম্যানেজার মোঃ শাহীন মিয়া জানান,বুঝলাম না ভাই আপনি কি বলেন,কোন রকমের প্রবলেম হলে,পৌরসভা ও পিডি অফিসের অনুমতি নিয়ে কাজ করতে হয়।
আজমিরীগঞ্জ জনস্বাস্থ্য উপ- সহকারী প্রকৌশলী রবিউল এর দেখাশোনা করেন।

এই বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল আলম এর সঙ্গে ফোনে আলাপ করলে তিনি বলেন, আমার জানা মতে আজমিরীগঞ্জ উপজেলায় যা কাজ হয়েছে, সবচেয়ে পৌরসভার কাজ ভাল হয়েছে। শৌচাগারের কাজের ইস্টিমিটে যা যা ধরা ছিল সবই দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যাবস্থা নেব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
৯৬ বার পড়া হয়েছে

আজমিরীগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ স্যানিটেশন প্রকল্পের আওতাধীন শৌচাগার নির্মাণে অনিয়ম

আপডেট সময় ০৭:৩৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাংলাদেশের ২৩ টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় আজমিরীগঞ্জ পৌরসভায় ১০ টি শৌচাগারের মধ্যে ৮ টি শৌচাগার করা হলেও নির্মানে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। সরজমিন গিয়ে দেখা যায়, আজমিরীগঞ্জ পৌরসভার ১০ টি শৌচাগার নির্মাণের জন্য প্রায় ৭৫ লক্ষ টাকার বরাদ্দ দেয় প্রকল্প পরিচালক।

আজমিরীগঞ্জ পৌরসভার ১০ টি শৌচাগারের মধ্যে ৮ টির কাজ সম্পন্ন হলেও , এতে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে ,আজমিরীগঞ্জ পৌরসভাধীন কারখানা মাদ্রাসায় একটি কমিউনিটি টয়লেটের সাইডের এপ্রোনগুলো হ্যান্ডওভারের পূর্বেই ভেঙে পড়েছে,এবং এইগুলোতে ইস্টিমিট অনুযায়ী কমেট,টাইলস, স্যানিটারী পাইপ নিম্ন মানের দেওয়া হয়।

গরু হাটা পাবলিক টয়লেটে ড্রয়িং অনুযায়ী পাবলিক টয়লেটের মলের পিট এবং এপ্রোনের নিচে ৩ ইঞ্চি ইটের সলিং দেওয়া হয়নি।যার ফলে এপ্রোনগুলো ভেঙে যাচ্ছে।পাবলিক টয়লেটের আস্তরগুলো ফেটে যাচ্ছে, ও ইলেক্ট্রিক কাজের মধ্যে প্রায় অর্ধেকই লাইট লাগানো হয়নি, নিম্ন মানের রং ব্যবহার করা হয়েছে। ইস্টিমিড অনুযায়ী টাইলস,লো কমেট,হাই কমেট,বিপ কক,এংগেল কক,বেসিন,সাবান দানি,টিস্যু বক্স করা হয়নি।সবক্ষেত্রেই নিম্ন মানের ব্যবহার করা হয়।

পৌরসভার আজিমনগর লম্বাহাটি, রবিদাস পাড়া, লঞ্চঘাট, নগর মসজিদ, বাঁশ মহাল মসজিদ, নিগমানন্দ আশ্রমে সহ সব জায়গায় একই অনিয়ম পাওয়া যায়। আজমিরীগঞ্জ পৌরসভার ৮টি শৌচাগারে একই অনিয়ম দেখা যায়। আজমিরীগঞ্জ পৌরসভার ৮টি শৌচাগারের কাজটি পায় গ্রীনডট কোম্পানি লিমিটেড, তত্ত্বাবধানে আজমিরীগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী।

প্রকল্প ম্যানেজার মোঃ শাহীন মিয়া জানান,বুঝলাম না ভাই আপনি কি বলেন,কোন রকমের প্রবলেম হলে,পৌরসভা ও পিডি অফিসের অনুমতি নিয়ে কাজ করতে হয়।
আজমিরীগঞ্জ জনস্বাস্থ্য উপ- সহকারী প্রকৌশলী রবিউল এর দেখাশোনা করেন।

এই বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল আলম এর সঙ্গে ফোনে আলাপ করলে তিনি বলেন, আমার জানা মতে আজমিরীগঞ্জ উপজেলায় যা কাজ হয়েছে, সবচেয়ে পৌরসভার কাজ ভাল হয়েছে। শৌচাগারের কাজের ইস্টিমিটে যা যা ধরা ছিল সবই দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যাবস্থা নেব।