উদ্ধার করা হয়নি আজমিরীগঞ্জ পাহাড় পুর বাজারের দেবত্বর সম্পওি
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড় পুর বাজারের পূর্ব মাথায় খতিয়ান নং ১ মৌজা পাহাড় পুর দাগ নং ১১৯৩ দেবস্থান ১১৯৪ রাস্তা ১১৫১ পূজা মন্ডব উপরে উল্লেখিত দাগ এই তিনটি জায়গায় দোকান নির্মান করে দীর্ঘদিন ধরে দখল করে দাপটের সাথে ব্যাবসা করে আসছে আওয়ামীলীগ নেতারা।
দখলদার প্রভাবশালী হওয়ার কারনে মুখ খুলতে ভয় পায় সাধারণ জনগন।সূত্র জানায় গত ১১_৯_২০২৪ইং তারিখে পাহাড় পুর বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে সভাপতি বাদল তালুকদার এর মাধ্যমে আজমিরীগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা বরাবর আবেদন করা হয় জায়গা টি মাপের জন্য। প্রায় তিনমাস পেরিয়ে গেলেও মেপে উদ্ধার করা হয়নি সেই দেবত্বের সম্পওি।
ইউনিয়ন ভূমি কর্মকর্তা দিলিপ কুমার শুক্লবৈদ জানান দেবস্থান, রাস্তা, মসজিদের স্থান এগুলো কখনো বন্দোবস্থ দেওয়া হয় না।এখানে কিভাবে তারা ব্যবসা করছে আমি জানিনা।এ বিষয় এ এসিল্যান্ড স্যারের সাথে যোগাযোগ করেন। আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মুজিবুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আবেদন টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।