শায়েস্তাগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শায়েস্তাগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে তিনটায় শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে আর আমিন বয়েজ ক্লাব শানখলা বনাম এফ সি বয়েজ মিরপুর।
খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি.কে গউছ ।
শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তাহের, হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজান উদ্দিন আহমেদ মোহন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সহিদ, শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান রিপন,
শায়েস্তাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ আহমেদ সোহেল, শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফাহিন হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল জলিল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান , শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদল সাবেক সভাপতি ফয়সল আহমেদ রুবেল। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ নাছির, মোঃ আব্দুর রউফ, সাইফুল ইসলাম সাইফ ও শামীম আহমেদ শামীম এর পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা সেলিম তালুকদার, নুরুল হোসেন বাচ্চু, আব্দুল মোতালিব ফরিদ,
আঃ গফুর ছোট মিয়া, শামীম চৌধুরী, আঃ নুর, যুবদল নেতা মনিরুল হক রানা, ঈমান উদ্দিন, শাহ আলম, জাহেদুল ইসলাম জাহেদ, মোঃ জমির আলী, এম এ ওয়াহিদ, গাজিউর রহমান রানা, নাসির উদ্দিন সেলিম, ফখরুদ্দিন নোমান, মোঃ রিপন মিয়া, সোহেল রানা, শাহজাহান জিতু মেম্বার, গোলাম সারোয়ার উদ্দিন বাবলু , কামরুল ইসলাম তালুকদার, আহমদ আলী, মহিবুর হোসেন লিটন, শফিকুল ইসলাম রিপন, নাসির হোসেন, মোঃ লিটন মিয়া, বুলবুল আহমেদ, বাবুল মিয়া, শেখ মাহফুজ আহমেদ, নুর আলম, দেলোয়ার হোসেন দিলু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান মাসুম, যুগ্ম আহ্বায়ক খোকন আহমেদ জয়, মিজানুর রহমান মিজান, সজিব, রুমন প্রমূখ। খেলায় এফ সি বয়েজ মিরপুর কে ৯১ রানে হারিয়ে বিজয়ী হয়েছে আল আমিন বয়েজ ক্লাব শানখলা।
চ্যাম্পিয়ন প্রাইজ মানি ৩০ হাজার টাকা স্পন্সর করেন ভিআইপি ব্রিকস এর প্রোপাইটর জাহেদুল ইসলাম জাহেদ ও রানার্স আপ প্রাইজ মানি ২০ হাজার টাকা স
স্পন্সর করেন কলিমনগর সেভেন ষ্টার কেজি এন্ড হাইস্কুল এর পরিচালক মোহাম্মদ শাহ আলম।