চুনারুঘাটে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই সন্তানকে হত্যার পর বিষপানে স্বামীর আত্মহত্যা
হবিগঞ্জের চুনারুঘাটে দাম্পত্য কলহের জেরে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর বাবা নিজেও আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার রাণীগাও ইউনিয়নের আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- আতিকপুর গ্রামের আব্দুর রউফ (৩৫), তার দুই মেয়ে খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) এ কে এম সালিমুল হক বলেন, ‘‘আব্দুর রউফ ও তার স্ত্রী হাফিজা আক্তারে মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। গত রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় হাফিজা এক সন্তানকে কোলে নিয়ে ঘর থেকে বেড়িয়ে যান। এরপর আব্দুর রউফ দুই শিশু সন্তানকে বিষ খাওয়ানোর পরে নিজেও খান। স্বজন ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ১০টায় মৃত্যু হয় আব্দুর রউফের।’’
আব্দুর রউফের ছোট ভাই সোহাগ মিয়া বলেন, ‘‘আমরা পশের ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে গিয়ে দেখি, দুই ভাতিজি ও ভাই বিষাক্রান্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভাতিজিদের মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ভাই মারা যান। দীর্ঘদিন ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল।’’
হবিগঞ্জ জেলা সদর হাসাপাতালের মেডিকেল অফিসার ডা. সাফায়াতুল ইসলাম বলেন, ‘‘শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রউফ। এর আগে, গত রাতে তার দুই মেয়েকে মৃত অবস্থায় আনা হয়। বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’’