ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই : তথ্য উপদেষ্টা Logo এমন কাউকে দায়িত্ব দেয়া যাবে না যার কারণে সরকার বিতর্কিত হবে: মির্জা ফখরুল Logo শায়েস্তাগঞ্জে ১৪০০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ Logo নবীগঞ্জে খালিক মঞ্জিল নিয়ে তোলপাড় আদালতের নির্দেশে ১৪৪ ধারা জারী Logo লাখাইয়ে স্ত্রী কর্তৃক তালাক অতঃপর হামলাঃ Logo নবীগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কানধরে উঠবস করিয়ে পুলিশে দিলো যুবদল-ছাত্রদল,হত্যা মামলায় আটক Logo জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা স্থগিত Logo আরও যারা যুক্ত হচ্ছেন উপদেষ্টা পরিষদে Logo শেখ হাসিনাসহ পলাতকদের ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি Logo ছাত্র আন্দোলনে ৯ জনকে হত্যা বানিয়াচং উপজেলা যুবলীগ সভাপতি গ্রেফতার

জামায়াত আমীরকে নিয়ে সমালোচনা করে বিএনপি নেতার দুঃখ প্রকাশ

অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধি:

জামায়াতে ইসলামীর আমীরকে জড়িয়ে সমালোচনা করে ফেইসবুক স্ট্যাটাস দিয়ে দু:খ প্রকাশ করেছেন সাবেক অর্থ মন্ত্রী সাইফুর রহমানের পুত্র ও মৌলভীবাজার বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমানকে নিয়ে একটি পোস্ট করেন। পোস্টের পরপরই কমেন্টে পক্ষে ও বিপক্ষের ঝড় উঠে। হঠাৎ করেই মৌলভীবাজার জেলা বিএনপির শীর্ষ নেতার এমন ফেইসবুক স্ট্যাটাস জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। পরে পোস্টটি ডিলেট করে দু:খ প্রকাশ করে পুনরায় পোস্ট করেন নাসের রহমনা।

সমালোচনা করে নাসের রহমান লিখেছেন- “জামাত ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ডা. শফিকুর রহমান এর আজকাল বক্তব্য শুনলে মনে হয় উনি বুঝি বাংলাদেশের রাষ্ট্রপতি বোনে গেছেন ! প্রায় প্রত্যেকদিন উনার বিভিন্ন বয়ান শুনলে তাই তো মনে হয় । এত নসিহত তিনি কেনো করছেন বোধগম্য হচ্ছে না। গতকাল উনি বলেছেন যে গত ১৫ বৎসর জামাত ইসলামীর চেয়ে বেশি নির্যাতিত কোনো দল হয় নাই !! এই ধরনের হাস্যকর বক্তব্য উনার কাছ থেকে আশা করা যায় না ! জামাত ইসলামিয়া নেতা কর্মীর সংখ্যা কি বিএনপি থেকেও বেশী !? বিএনপির যে কয়েক লক্ষ নেতা কর্মী হাজার হাজার মামলায় পর্যদুস্ত হয়েছে এন্ড জেল খেটেছে তার ২০ শতাংশের কাছেও কি জামাত নেতা কর্মী পতিত আওয়ামী লাগ কর্তৃক হেনস্ত হয়েছে ? স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে বিএনপির ১৫ বৎসরের বিভিন্ন প্রকারের আন্দোলন আর অত্যাচার কে খাটো করার উদ্দেশ্য এই ধরনের অবাস্তবিক বক্তব্য দিয়ে উনি দেশবাসী সহানুভূতি পাওয়ার এক বৃথা চেষ্টা করেছেন!”

নাসের রহমান লিখেছেন, ডাঃ শফিকুর যে সহসা নির্বাচন চান না সেটা বেশ পরিস্কার ভাবে দেশবাসী বুঝে ! এবং কেনো সেটা চান না, সেইটা বিএনপি ভালো করে বুঝে। কিন্তু উনার খায়েশ অনুযায়ী তো আর দেশের পটপরিবর্তন হবে না !কারণ বর্তমানে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক শক্তি হচ্ছে বিএনপি। এবং বিএনপির দাবি অনুযায়ী আগামী নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যে করতে অন্তর্বর্তীন কালীন সরকার বাধ্য হবে ! অন্য কোনো দলের সেটা দীর্ঘায়িত করার কোনো সুযোগ আছে বলে মনে হয় না !

এবিষয়ে এম নাসের রহমান বলেন, না আমি এ পোষ্টে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কিছু বলিনি। ওইখানে আমীর সাহেব একটা কথা বলেছেন যে, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন ফ্যাসিষ্টের সময় জামায়াতে ইসলামী। এবিষয়টা নিয়ে আমার প্রশ্ন। বিএনপির হাজার হাজার- লাখ লাখ নেতাকর্মী খুন,ঘুম,মামলা – হামলা নানাভাবে হয়রানি ক্রস ফায়ারে নির্যাতিত হয়েছে। ঘুম খুনের শিকার হয়েছে সবচেয়ে বিএনপি। ৬২৬ জন ঘুম খুন হয়েছে এর মধ্যে সাড়ে পাঁচশ বিএনপির নেতাকর্মী। সর্বশেষ আন্দোলনে ৪২২ জন বিএনপির নেতাকর্মী মারা গেছে।

নাসের রহমান বলেন- জামায়াতে ইসলামীর সাথে বিএনপির সবচেয়ে ক্লোজেষ্ট সম্পর্ক যদি কেউ থেকে থাকে সেটা ছিল সাইফুর রহমানের সাথে। এবং আমার সাথেও জামায়াতের কোন সম্পর্কের ঘাটতি নেই। জামায়াতের আমীর মৌলভীবাজারী। আমিও মৌলভীবাজারী। উনি আমার মুরুব্বি মানুষ ঠিক আছে। কিন্তু উনি একথা বলতে পারেন যে,সবচেয়ে বেশি নির্যাতিত জামায়াতে ইসলামী। কে বলছে জামায়াতে ইসলামী বেশি নির্যাতিত হয়েছে গত বছরে? উনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি এ স্টেটমেন্ট দিয়েছি। এবক্তব্য কোনও দলের বিরুদ্ধে নয়। জামায়াতের অনেক বড় বড় নেতার সাথে আমার খুব সৃহৃদ সম্পর্ক আছে। আব্দুল্লাহ আবু তাহের, মিয়া গোলাম পরওয়ার এর সাথে ভালো সম্পর্ক আমার। এক সাথে এমপি ছিলাম। তারপরে মৌলভীবাজারে জামায়াতের নেতৃবৃন্দের সাথে আমার খুব মধুর সম্পর্ক। আই হ্যাভ নাথিং এগেইনিষ্ট জামায়াত।

তিনি বলেন- উনি প্রতিদিন একেক স্টেট মেন্ট দিচ্ছেন, উনি বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছেন। এক বার বলেন আওয়ামী লীগ কে মাফ করে দিলাম আরকেদিন বলেন ফ্যাসিষ্টদের বিচার করতে হবে। নাসের রহমান আরও বলেন- বিগত সাড়ে পনেরো বছর পেপার পত্রিকা ঘেটে দেখেন তাহলে দেখবেন প্রতিদিন বিএনপি নেতাকর্মীদের জেল,ঘুম,খুন হামলা মামলা আর জেলে পুরা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
২ বার পড়া হয়েছে

জামায়াত আমীরকে নিয়ে সমালোচনা করে বিএনপি নেতার দুঃখ প্রকাশ

আপডেট সময় ১০:৫৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

জামায়াতে ইসলামীর আমীরকে জড়িয়ে সমালোচনা করে ফেইসবুক স্ট্যাটাস দিয়ে দু:খ প্রকাশ করেছেন সাবেক অর্থ মন্ত্রী সাইফুর রহমানের পুত্র ও মৌলভীবাজার বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমানকে নিয়ে একটি পোস্ট করেন। পোস্টের পরপরই কমেন্টে পক্ষে ও বিপক্ষের ঝড় উঠে। হঠাৎ করেই মৌলভীবাজার জেলা বিএনপির শীর্ষ নেতার এমন ফেইসবুক স্ট্যাটাস জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। পরে পোস্টটি ডিলেট করে দু:খ প্রকাশ করে পুনরায় পোস্ট করেন নাসের রহমনা।

সমালোচনা করে নাসের রহমান লিখেছেন- “জামাত ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ডা. শফিকুর রহমান এর আজকাল বক্তব্য শুনলে মনে হয় উনি বুঝি বাংলাদেশের রাষ্ট্রপতি বোনে গেছেন ! প্রায় প্রত্যেকদিন উনার বিভিন্ন বয়ান শুনলে তাই তো মনে হয় । এত নসিহত তিনি কেনো করছেন বোধগম্য হচ্ছে না। গতকাল উনি বলেছেন যে গত ১৫ বৎসর জামাত ইসলামীর চেয়ে বেশি নির্যাতিত কোনো দল হয় নাই !! এই ধরনের হাস্যকর বক্তব্য উনার কাছ থেকে আশা করা যায় না ! জামাত ইসলামিয়া নেতা কর্মীর সংখ্যা কি বিএনপি থেকেও বেশী !? বিএনপির যে কয়েক লক্ষ নেতা কর্মী হাজার হাজার মামলায় পর্যদুস্ত হয়েছে এন্ড জেল খেটেছে তার ২০ শতাংশের কাছেও কি জামাত নেতা কর্মী পতিত আওয়ামী লাগ কর্তৃক হেনস্ত হয়েছে ? স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে বিএনপির ১৫ বৎসরের বিভিন্ন প্রকারের আন্দোলন আর অত্যাচার কে খাটো করার উদ্দেশ্য এই ধরনের অবাস্তবিক বক্তব্য দিয়ে উনি দেশবাসী সহানুভূতি পাওয়ার এক বৃথা চেষ্টা করেছেন!”

নাসের রহমান লিখেছেন, ডাঃ শফিকুর যে সহসা নির্বাচন চান না সেটা বেশ পরিস্কার ভাবে দেশবাসী বুঝে ! এবং কেনো সেটা চান না, সেইটা বিএনপি ভালো করে বুঝে। কিন্তু উনার খায়েশ অনুযায়ী তো আর দেশের পটপরিবর্তন হবে না !কারণ বর্তমানে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক শক্তি হচ্ছে বিএনপি। এবং বিএনপির দাবি অনুযায়ী আগামী নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যে করতে অন্তর্বর্তীন কালীন সরকার বাধ্য হবে ! অন্য কোনো দলের সেটা দীর্ঘায়িত করার কোনো সুযোগ আছে বলে মনে হয় না !

এবিষয়ে এম নাসের রহমান বলেন, না আমি এ পোষ্টে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কিছু বলিনি। ওইখানে আমীর সাহেব একটা কথা বলেছেন যে, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন ফ্যাসিষ্টের সময় জামায়াতে ইসলামী। এবিষয়টা নিয়ে আমার প্রশ্ন। বিএনপির হাজার হাজার- লাখ লাখ নেতাকর্মী খুন,ঘুম,মামলা – হামলা নানাভাবে হয়রানি ক্রস ফায়ারে নির্যাতিত হয়েছে। ঘুম খুনের শিকার হয়েছে সবচেয়ে বিএনপি। ৬২৬ জন ঘুম খুন হয়েছে এর মধ্যে সাড়ে পাঁচশ বিএনপির নেতাকর্মী। সর্বশেষ আন্দোলনে ৪২২ জন বিএনপির নেতাকর্মী মারা গেছে।

নাসের রহমান বলেন- জামায়াতে ইসলামীর সাথে বিএনপির সবচেয়ে ক্লোজেষ্ট সম্পর্ক যদি কেউ থেকে থাকে সেটা ছিল সাইফুর রহমানের সাথে। এবং আমার সাথেও জামায়াতের কোন সম্পর্কের ঘাটতি নেই। জামায়াতের আমীর মৌলভীবাজারী। আমিও মৌলভীবাজারী। উনি আমার মুরুব্বি মানুষ ঠিক আছে। কিন্তু উনি একথা বলতে পারেন যে,সবচেয়ে বেশি নির্যাতিত জামায়াতে ইসলামী। কে বলছে জামায়াতে ইসলামী বেশি নির্যাতিত হয়েছে গত বছরে? উনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি এ স্টেটমেন্ট দিয়েছি। এবক্তব্য কোনও দলের বিরুদ্ধে নয়। জামায়াতের অনেক বড় বড় নেতার সাথে আমার খুব সৃহৃদ সম্পর্ক আছে। আব্দুল্লাহ আবু তাহের, মিয়া গোলাম পরওয়ার এর সাথে ভালো সম্পর্ক আমার। এক সাথে এমপি ছিলাম। তারপরে মৌলভীবাজারে জামায়াতের নেতৃবৃন্দের সাথে আমার খুব মধুর সম্পর্ক। আই হ্যাভ নাথিং এগেইনিষ্ট জামায়াত।

তিনি বলেন- উনি প্রতিদিন একেক স্টেট মেন্ট দিচ্ছেন, উনি বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছেন। এক বার বলেন আওয়ামী লীগ কে মাফ করে দিলাম আরকেদিন বলেন ফ্যাসিষ্টদের বিচার করতে হবে। নাসের রহমান আরও বলেন- বিগত সাড়ে পনেরো বছর পেপার পত্রিকা ঘেটে দেখেন তাহলে দেখবেন প্রতিদিন বিএনপি নেতাকর্মীদের জেল,ঘুম,খুন হামলা মামলা আর জেলে পুরা হয়েছে।