ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা Logo হবিগঞ্জে ৭০টি ইটভাটা বন্ধের আশঙ্কা কর্মহীন হওয়ার শঙ্কায় ৪০ হাজার শ্রমিক Logo হবিগঞ্জে ভিপি নুরুল হক নুর আশাকরি আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে Logo হবিগঞ্জের রশিদপুরে আরো ২৯ বিলিয়ন কিউবিক ফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা Logo শহীদ নূর হোসেন দিবস আজ Logo হবিগঞ্জ-১: রেজা কিবরিয়ার যোগদানে বিএনপিতে এখন ত্রিমুখী লড়াই Logo হবিগঞ্জের নতুন ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন Logo ড. ফরিদুর রহমান বদলি, নতুন ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন Logo মসজিদে নামাজরত অবস্থায় ছুরিকাঘাত করে খুন : অভিযুক্ত আটক Logo ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত: শায়েস্তাগঞ্জে তরুণী গ্রেপ্তার

জুড়ীর সরকারি কলেজে অনুষ্ঠানে বর্তমান সরকারকে ‘টোকাই’ বললেন আওয়ামী লীগ নেতা

অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে টোকাইরা দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জুড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, হল্যান্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জুড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এ মুঈদ ফারুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অভদ্র ও বেয়াদব বলেও সম্মোধন করেছেন তিনি।

শনিবার (০২ নভেম্বর) বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেন এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আদিব।

আজকের পরিস্থিতিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালগুলো নিরাপদ নয় মন্তব্য করে মোঈদ ফারুক বলেন, যদি জানতাম এই দেশ এককালে রাজাকারের দেশ হয়ে যাবে তবে আমি মুক্তিযুদ্ধ না করে রাজাকার হয়ে যেতাম। কেন স্বাধীন দেশে শিক্ষার্থীরা রাজাকার স্লোগান দিবে।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আন্দোলন করা বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে তিনি বলেন, আগে কোন বৈষম্য ছিল না, তোমরাইতো বৈষম্য তৈরি করেছ। এখন এসেছে সমন্বয়ক, এই চ্যাংড়া পাংড়া টোকাই পোলাপান যদি দেশ চালায় তাহলে তোমরা লেখাপড়া করে কি করবে। আমি তোমাদেরকে বলবো যদি তোমরা কোনদিন ইউনিভার্সিটিতে চান্স পাও তবে কোন ছাত্র রাজনীতিতে জড়াবে না। প্রয়োজনে কোন আন্দোলন শুরু হলে তোমরা বাড়িতে চলে আসবে। আজকে ঢাকার মেয়েগুলো কি সভ্য নারী তোমরা নিজেরাই দেখো। এগুলো সভ্যতা হারিয়ে ফেলেছে। আমি পশ্চিমা দেশে পয়তাল্লিশ বৎসর ছিলাম কিন্তু এত অভদ্র ছাত্র ছাত্রী আমার জীবনেও দেখি নাই। আমাদের দেশ এটা ধ্বংসের মুখে চলে যাচ্ছে।

মোঈদ ফারুকের এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জুড়ীর শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তব্যের প্রতিবাদ করে এবং মোঈদ ফারুককে গ্রেপ্তারের দাবী জানিয়েছে জুড়ীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক শিক্ষার্থী।

এ বিষয়ে বক্তব্য জানতে এম এ মোঈদ ফারুকের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

ব্যারিস্টার জহরত আদিব বলেন, আমাকে জানানো হয়েছিল তিনি কলেজের প্রতিষ্ঠাতা। আমি জানতাম না তিনি আওয়ামী লীগ নেতা। আর তার এরকম বক্তব্যে পুরো অনুষ্ঠানের সম্মান নষ্ট হয়ে গেল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
১০৬ বার পড়া হয়েছে

জুড়ীর সরকারি কলেজে অনুষ্ঠানে বর্তমান সরকারকে ‘টোকাই’ বললেন আওয়ামী লীগ নেতা

আপডেট সময় ০৮:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

মৌলভীবাজারের জুড়ী উপজেলার তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে টোকাইরা দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জুড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, হল্যান্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জুড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এ মুঈদ ফারুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অভদ্র ও বেয়াদব বলেও সম্মোধন করেছেন তিনি।

শনিবার (০২ নভেম্বর) বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেন এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আদিব।

আজকের পরিস্থিতিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালগুলো নিরাপদ নয় মন্তব্য করে মোঈদ ফারুক বলেন, যদি জানতাম এই দেশ এককালে রাজাকারের দেশ হয়ে যাবে তবে আমি মুক্তিযুদ্ধ না করে রাজাকার হয়ে যেতাম। কেন স্বাধীন দেশে শিক্ষার্থীরা রাজাকার স্লোগান দিবে।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আন্দোলন করা বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে তিনি বলেন, আগে কোন বৈষম্য ছিল না, তোমরাইতো বৈষম্য তৈরি করেছ। এখন এসেছে সমন্বয়ক, এই চ্যাংড়া পাংড়া টোকাই পোলাপান যদি দেশ চালায় তাহলে তোমরা লেখাপড়া করে কি করবে। আমি তোমাদেরকে বলবো যদি তোমরা কোনদিন ইউনিভার্সিটিতে চান্স পাও তবে কোন ছাত্র রাজনীতিতে জড়াবে না। প্রয়োজনে কোন আন্দোলন শুরু হলে তোমরা বাড়িতে চলে আসবে। আজকে ঢাকার মেয়েগুলো কি সভ্য নারী তোমরা নিজেরাই দেখো। এগুলো সভ্যতা হারিয়ে ফেলেছে। আমি পশ্চিমা দেশে পয়তাল্লিশ বৎসর ছিলাম কিন্তু এত অভদ্র ছাত্র ছাত্রী আমার জীবনেও দেখি নাই। আমাদের দেশ এটা ধ্বংসের মুখে চলে যাচ্ছে।

মোঈদ ফারুকের এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জুড়ীর শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তব্যের প্রতিবাদ করে এবং মোঈদ ফারুককে গ্রেপ্তারের দাবী জানিয়েছে জুড়ীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক শিক্ষার্থী।

এ বিষয়ে বক্তব্য জানতে এম এ মোঈদ ফারুকের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

ব্যারিস্টার জহরত আদিব বলেন, আমাকে জানানো হয়েছিল তিনি কলেজের প্রতিষ্ঠাতা। আমি জানতাম না তিনি আওয়ামী লীগ নেতা। আর তার এরকম বক্তব্যে পুরো অনুষ্ঠানের সম্মান নষ্ট হয়ে গেল।