ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে আলেয়া আক্তারের স্বেচ্ছায় পদত্যাগ

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

শারীরিক অসুস্থ্য থাকায় ‘হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান’ পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার।

মঙ্গলবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবরে তিনি স্বেচ্ছায় পদত্যাগ চেয়ে আবেদন করেছেন। চিকিৎসার জন্য তিনি শিগগিরিই সিঙ্গাপুর যাবেন।

পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন, তিনি গত ৪ এপ্রিল থেকে অদ্যবধি পর্যন্ত হবিগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব পালন করে আসছেন। তবে শারীরিক অসুস্থ্যতার কারনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারছেন না।

তাই গতকাল তিনি জেলা পরিষদের চেয়াররম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। এছাড়া ওই পদত্যাগ পত্র গ্রহন করার জন্য তিনি সচিবের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে আলেয়া আক্তার বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছি। কিছুদিন পূর্বে আমার অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে চিকিৎসক আমাকে জনসম্মুখের বাহিরে কোলাহলে থাকার পরামর্শ দিয়েছেন।

যে কারনে আমি জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ চেয়ে আবেদন করেছি। পাশাপাশি পদত্যাগ পত্র গ্রহন করার জন্য সচিরের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছি’।

উল্লেখ্য, আলেয়া আক্তার হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরের স্ত্রী। তিনি গত ৯ মার্চ হবিগঞ্জ জেলা পরিষদ এর উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
১৯ বার পড়া হয়েছে

জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে আলেয়া আক্তারের স্বেচ্ছায় পদত্যাগ

আপডেট সময় ১১:৪৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

শারীরিক অসুস্থ্য থাকায় ‘হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান’ পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার।

মঙ্গলবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবরে তিনি স্বেচ্ছায় পদত্যাগ চেয়ে আবেদন করেছেন। চিকিৎসার জন্য তিনি শিগগিরিই সিঙ্গাপুর যাবেন।

পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন, তিনি গত ৪ এপ্রিল থেকে অদ্যবধি পর্যন্ত হবিগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব পালন করে আসছেন। তবে শারীরিক অসুস্থ্যতার কারনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারছেন না।

তাই গতকাল তিনি জেলা পরিষদের চেয়াররম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। এছাড়া ওই পদত্যাগ পত্র গ্রহন করার জন্য তিনি সচিবের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে আলেয়া আক্তার বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছি। কিছুদিন পূর্বে আমার অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে চিকিৎসক আমাকে জনসম্মুখের বাহিরে কোলাহলে থাকার পরামর্শ দিয়েছেন।

যে কারনে আমি জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ চেয়ে আবেদন করেছি। পাশাপাশি পদত্যাগ পত্র গ্রহন করার জন্য সচিরের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছি’।

উল্লেখ্য, আলেয়া আক্তার হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরের স্ত্রী। তিনি গত ৯ মার্চ হবিগঞ্জ জেলা পরিষদ এর উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হন।