সংবাদ শিরোনাম
তারুণ্যের উৎসব উপলক্ষে শায়েস্তাগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস। বিশেষ অতিথি ছিলেন- জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন। এছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খেলায় শায়েস্তাগঞ্জ ফুটবল একাডেমী জয়লাভ করেছে। প্রচুর দর্শক খেলা উপভোগ করেন।
ট্যাগস :






















