ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নবীগঞ্জে গ্যাস ফিল্ড কর্মকর্তার মরদেহ উদ্ধার Logo সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন Logo হবিগঞ্জে ‘চাঁদার’ ৯০ হাজার টাকাসহ ছাত্রদলের সদস্য সচিব আটক Logo চুনারুঘাটে পৈত্রিক জমি নিয়ে বিরোধ, ভাইকে কুপিয়ে হত্যা Logo হবিগঞ্জে ৯ জনকে গুলি করে হত্যার মামলায় ওসি দেলোয়ার গ্রেফতার Logo নবীগঞ্জে পুলিশের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ দুই আসামী গ্রেফতার Logo শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহতের ঘটনায় ডাকাত আলী গ্রেফতার Logo মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ ওসি সহ আহত শতাধিক Logo হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত সরকারের Logo সরিনা খাতুন যেন ‘আসমানী’রই প্রতিচ্ছবি

নীতিমালা অনুসরণ না করেই নিয়োগ: শায়েস্তাগঞ্জে পাঁচবছর পর অধ্যক্ষ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ কামিল মাদরাসায় অধ্যক্ষ মো. শাহাব উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। নীতিমালা অনুসরণ না করে ঘুষ দুর্নীতির মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগে তাকে প্রায় ৫ বছর পর বরখাস্ত করা হয়।

৪মে রোববার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও মাদরাসার সভাপতি নাঈমা খন্দকার এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়, যেহেতু শাহাব উদ্দিনের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে নিয়োগ পাওয়ার অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে সেহেতু, অধ্যক্ষ পদের দায়িত্ব থেকে বিরত থাকা আবশ্যক।

এরআগে, গত ১০ ফেব্রুয়ারি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন স্বাক্ষরিত এক বার্তায় মাদরাসার গভর্নিং বডির সভাপতিকে অধ্যক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

এরআগে গত বছরের ১২ নভেম্বর ইসলামি আরবি বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য বরাবরে ‘জাল-জালিয়াতি ও কাম্য অভিজ্ঞাতাবিহীন বিধিবহির্ভূত’ ভাবে নিয়োগ পাওয়া অধ্যক্ষ সাহাব উদ্দিনের নিয়োগ বাতিল চেয়ে দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকগণ।

তাদের দাবির প্রেক্ষিতে গত ১৯ ডিসেম্বর ইসলামি আরবি বিশ্বিবিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে অধ্যক্ষ সাহাব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মাদরাসার সভাপতিকে পত্র লিখেন রেজিস্ট্রার মো. আইউব হোসেন।

পরবর্তীতে মাদরাসার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল সরজমিন তদন্ত শেষে মাদরাসার অধ্যক্ষ নিয়োগে অনিয়মের বিষয়টি প্রাথমিক সত্যতা পেয়েছেন মর্মে ইসলামি আরবি বিশ্বিবিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে লিখিতভাবে প্রতিবেদন প্রেরণ করেন।

এরআগে ২০২০ সালের ২৫ জুলাই মাদরাসার অধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষায় জাল-জালিয়াতি ও কাম্য অভিজ্ঞাতাবিহীন বিধিবহির্ভূত ভাবে মাদরাসার তৎকালিন সভাপতি আবু জাহিরকে ১৫ লাখ টাকার দিয়ে নিয়োগ প্রাপ্ত হন সাহাব উদ্দিন। একই বছরের ২০ অক্টোবর শিক্ষার্থীর অভিভাবক লিলু মিয়া অবৈধভাবে অধ্যক্ষ নিয়োগের বিষয়টি লিখিত আকারে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সকল তদন্তে নিয়োগে অনিয়মের সত্যতা পাওয়া গেলেও দলীয় প্রভাব খাটিয়ে ব্যবস্থাগ্রহণের বিষয়টি স্থগিত করে রাখেন আওয়ামী ওলামী লীগের নেতা অধ্যক্ষ সাহাব উদ্দিন।

মাদরাসার গভর্নিং বডির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাইমা খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, শাহাব উদ্দিনের নিয়োগের বিষয়ে যতগুলো অভিযোগ তদন্ত হয়েছে সবগুলো অভিযোগ প্রমাণিত হওয়ায় অধ্যক্ষ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
৭০ বার পড়া হয়েছে

নীতিমালা অনুসরণ না করেই নিয়োগ: শায়েস্তাগঞ্জে পাঁচবছর পর অধ্যক্ষ বরখাস্ত

আপডেট সময় ০৪:৩৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ কামিল মাদরাসায় অধ্যক্ষ মো. শাহাব উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। নীতিমালা অনুসরণ না করে ঘুষ দুর্নীতির মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগে তাকে প্রায় ৫ বছর পর বরখাস্ত করা হয়।

৪মে রোববার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও মাদরাসার সভাপতি নাঈমা খন্দকার এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়, যেহেতু শাহাব উদ্দিনের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে নিয়োগ পাওয়ার অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে সেহেতু, অধ্যক্ষ পদের দায়িত্ব থেকে বিরত থাকা আবশ্যক।

এরআগে, গত ১০ ফেব্রুয়ারি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন স্বাক্ষরিত এক বার্তায় মাদরাসার গভর্নিং বডির সভাপতিকে অধ্যক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

এরআগে গত বছরের ১২ নভেম্বর ইসলামি আরবি বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য বরাবরে ‘জাল-জালিয়াতি ও কাম্য অভিজ্ঞাতাবিহীন বিধিবহির্ভূত’ ভাবে নিয়োগ পাওয়া অধ্যক্ষ সাহাব উদ্দিনের নিয়োগ বাতিল চেয়ে দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকগণ।

তাদের দাবির প্রেক্ষিতে গত ১৯ ডিসেম্বর ইসলামি আরবি বিশ্বিবিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে অধ্যক্ষ সাহাব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মাদরাসার সভাপতিকে পত্র লিখেন রেজিস্ট্রার মো. আইউব হোসেন।

পরবর্তীতে মাদরাসার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল সরজমিন তদন্ত শেষে মাদরাসার অধ্যক্ষ নিয়োগে অনিয়মের বিষয়টি প্রাথমিক সত্যতা পেয়েছেন মর্মে ইসলামি আরবি বিশ্বিবিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে লিখিতভাবে প্রতিবেদন প্রেরণ করেন।

এরআগে ২০২০ সালের ২৫ জুলাই মাদরাসার অধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষায় জাল-জালিয়াতি ও কাম্য অভিজ্ঞাতাবিহীন বিধিবহির্ভূত ভাবে মাদরাসার তৎকালিন সভাপতি আবু জাহিরকে ১৫ লাখ টাকার দিয়ে নিয়োগ প্রাপ্ত হন সাহাব উদ্দিন। একই বছরের ২০ অক্টোবর শিক্ষার্থীর অভিভাবক লিলু মিয়া অবৈধভাবে অধ্যক্ষ নিয়োগের বিষয়টি লিখিত আকারে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সকল তদন্তে নিয়োগে অনিয়মের সত্যতা পাওয়া গেলেও দলীয় প্রভাব খাটিয়ে ব্যবস্থাগ্রহণের বিষয়টি স্থগিত করে রাখেন আওয়ামী ওলামী লীগের নেতা অধ্যক্ষ সাহাব উদ্দিন।

মাদরাসার গভর্নিং বডির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাইমা খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, শাহাব উদ্দিনের নিয়োগের বিষয়ে যতগুলো অভিযোগ তদন্ত হয়েছে সবগুলো অভিযোগ প্রমাণিত হওয়ায় অধ্যক্ষ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।