শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সিনিয়ন যুগ্ম-আহবায়ক আব্দুল জলিলের ওপর ছাত্রলীগ নেতা তানভীবের নেতৃত্বে একাধিকবার হামলা
শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সিনিয়ন যুগ্ম-আহবায়ক ২নং ওয়ার্ডের দুইবারের সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিলের ওপর একাধিকবার হামলা চালানো হয়েছে। তৃতীয়বারের হামলার আশঙ্কা করছেন সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিল। দুইদফা হামলায় তিনিসহ ৫জন আহত হয়েছেন।
আহতরা হলেন- সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিল, তার ভাই সেলিম আহমেদ, ভাগ্নে লিটন মিয়া, আব্দুল মন্নান ও ছাত্রদল নেতা মিজানুর রহমান। তারা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিল বলেন, প্রথম ৭ডিসেম্বর সন্ধ্যায় পৌর ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক তানভীর আহমেদ, যুবলীগ কর্মী মামসুদ্দিন আহমেদসহ ১২ থেকে ১২জন মিলে মহলুলসুনাম এলাকার হাজী আব্দুর নূর মার্কেটের সামনে আমার ওপর হামলা চালায়।
পরে ৯ ডিসেম্বর একই ব্যক্তিরা দ্বিতীয়বার হামলা চালায় আমার বাড়িতে। এসব হামলায় আমিসহ ৫জন আহত হয়েছি। আমার ঘরবাড়ির ক্ষতি হয়েছে। তৃতীয়বারের হামলার আশঙ্কা করছি।
এসব ঘটনা স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও থানা পুলিশকে মৌখিকভাবে অবগত করেছি। হামলাকারীরা বসে নেই, তারা নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমি প্রশাসনের কাছে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।