ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম আলোর স্টাফ রিপোর্টার হলেন হাফিজুর রহমান নিয়ন

প্রেস বিজ্ঞপ্তি ॥

স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পেয়েছেন সাংবাদিক হাফিজুর রহমান নিয়ন। প্রথম আলো কর্তৃপক্ষ গতকাল সোমবার এক বার্তায় তাঁর এ পদোন্নতির বিষয়টি আনুষ্ঠানিক ভাবে অবহিত করেন।

হাফিজুর রহমান নিয়ন প্রথম আলোর শুরু থেকে (১৯৯৮ সাল থেকে) এ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর ২৫ বছরের এ কর্মময় জীবনে তিনি অসংখ্য প্রতিবেদনের মধ্য দিয়ে নিজ জেলা হবিগঞ্জকে জাতীয় ভাবে তুলে ধরেন। বিশেষ করে তাঁর রাজনৈতিক ও পরিবেশ বিষয়ক প্রতিবেদনগুলো সর্বমহলে প্রশংসনীয় হয়। রাজনৈতিক বিষয়ক প্রতিবেদনের কারণে তাঁকে নানা সময় মামলা-মোকদ্দমার মুখোমুখি হতে হয়েছে।

হাফিজুর রহমান নিয়ন জেলা প্রতিনিধি থেকে নিজস্ব প্রতিবেদক হওয়ার এ পদোন্নতির বিষয়টি প্রথম আলো কর্তৃপক্ষ এক চিঠিতে তাঁকে অবহিত করেন। ১ সেপ্টেম্বর ২০২৪ সাল থেকে তাঁর এ পদোন্নতি কার্যকর হবে। হবিগঞ্জের সাংবাদিক অঙ্গনের প্রিয় মুখ হাফিজুর রহমান নিয়ন স্নাতক উত্তীর্ণতার পাশাপাশি সাংবাদিকতায় ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। এ ছাড়াও তিনি জাতীয় পর্যায়ে বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট ও এম আর ডি আই থেকে বিভিন্ন বুনিয়াদি কোর্স সফল ভাবে সম্পন্ন করেন।

ব্যক্তিগত জীবনে হাফিজুর রহমান নিয়ন বিবাহিত ও দুই সন্তানের জনক। তাঁর সহধর্মিণী আছমা আনছারী হবিগঞ্জ জজ কোর্টের একজন আইনজীবী। তাঁর ছেলে ইসাম রহমান ও মেয়ে তাসনিয়া তানিশা যথাক্রমে হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও বি কে জি সি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করে।

সাংবাদিক হাফিজুর রহমান নিয়ন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, সৎ সাংবাদিকতায় টিকে থাকাও কঠিন সংগ্রাম। এ পিচ্ছিল পথে সব সময়ই নিজেকে নীতিনৈতিকতার মধ্য দিয়ে চলার চেষ্টা করেন তিনি। পাশাপাশি মানুষের সুখ দুঃখের কথা প্রথম আলোতে তুলে ধরাই ছিল তাঁর মূল কাজ। প্রতিনিয়ত নিজ জেলার পরিবেশ, শিল্প, কৃষি, সমস্যা ও সম্ভাবনা বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেন। তিনি বলেন প্রথম আলোর এ পদোন্নতি কাজেরপ্রতি দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
৫ বার পড়া হয়েছে

প্রথম আলোর স্টাফ রিপোর্টার হলেন হাফিজুর রহমান নিয়ন

আপডেট সময় ১১:৪৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পেয়েছেন সাংবাদিক হাফিজুর রহমান নিয়ন। প্রথম আলো কর্তৃপক্ষ গতকাল সোমবার এক বার্তায় তাঁর এ পদোন্নতির বিষয়টি আনুষ্ঠানিক ভাবে অবহিত করেন।

হাফিজুর রহমান নিয়ন প্রথম আলোর শুরু থেকে (১৯৯৮ সাল থেকে) এ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর ২৫ বছরের এ কর্মময় জীবনে তিনি অসংখ্য প্রতিবেদনের মধ্য দিয়ে নিজ জেলা হবিগঞ্জকে জাতীয় ভাবে তুলে ধরেন। বিশেষ করে তাঁর রাজনৈতিক ও পরিবেশ বিষয়ক প্রতিবেদনগুলো সর্বমহলে প্রশংসনীয় হয়। রাজনৈতিক বিষয়ক প্রতিবেদনের কারণে তাঁকে নানা সময় মামলা-মোকদ্দমার মুখোমুখি হতে হয়েছে।

হাফিজুর রহমান নিয়ন জেলা প্রতিনিধি থেকে নিজস্ব প্রতিবেদক হওয়ার এ পদোন্নতির বিষয়টি প্রথম আলো কর্তৃপক্ষ এক চিঠিতে তাঁকে অবহিত করেন। ১ সেপ্টেম্বর ২০২৪ সাল থেকে তাঁর এ পদোন্নতি কার্যকর হবে। হবিগঞ্জের সাংবাদিক অঙ্গনের প্রিয় মুখ হাফিজুর রহমান নিয়ন স্নাতক উত্তীর্ণতার পাশাপাশি সাংবাদিকতায় ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। এ ছাড়াও তিনি জাতীয় পর্যায়ে বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট ও এম আর ডি আই থেকে বিভিন্ন বুনিয়াদি কোর্স সফল ভাবে সম্পন্ন করেন।

ব্যক্তিগত জীবনে হাফিজুর রহমান নিয়ন বিবাহিত ও দুই সন্তানের জনক। তাঁর সহধর্মিণী আছমা আনছারী হবিগঞ্জ জজ কোর্টের একজন আইনজীবী। তাঁর ছেলে ইসাম রহমান ও মেয়ে তাসনিয়া তানিশা যথাক্রমে হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও বি কে জি সি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করে।

সাংবাদিক হাফিজুর রহমান নিয়ন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, সৎ সাংবাদিকতায় টিকে থাকাও কঠিন সংগ্রাম। এ পিচ্ছিল পথে সব সময়ই নিজেকে নীতিনৈতিকতার মধ্য দিয়ে চলার চেষ্টা করেন তিনি। পাশাপাশি মানুষের সুখ দুঃখের কথা প্রথম আলোতে তুলে ধরাই ছিল তাঁর মূল কাজ। প্রতিনিয়ত নিজ জেলার পরিবেশ, শিল্প, কৃষি, সমস্যা ও সম্ভাবনা বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেন। তিনি বলেন প্রথম আলোর এ পদোন্নতি কাজেরপ্রতি দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিয়েছে।