প্রবাসে ব্যবসার টাকা নিয়ে প্রতারণা শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ দায়ের
প্রবাসে অংশীদারিত্বে ব্যবসা করার নামে এক প্রবাসীর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নিয়ে আত্মসাত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নে দক্ষিণ নরপতি গ্রামের বাসিন্দা আবু লেইছ (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি ওই গ্রামের মৃত হাজী ইছাদ উল্যাহর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ বাবরুল হাসান তালুকদার শায়েস্তাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ পৌরশহরের বিরামচর গ্রামের বাসিন্দা মৃৃত-আঃ হাই তালুকদারের ছেলে বাবরুল হাসান ও চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের মৃত হাজী ইছাদ উল্যা ছেলে আবু লেইছ দীর্ঘদিন ধরে প্রবাসে দুবাই ও আবুধাবিতে অবস্থান করতেন। প্রায় ১০ বছর পূর্বে প্রবাসে তাঁদের মধ্যে পরিচয় হয় । পরবর্তীতে ২০২১ সালে তারা যৌথভাবে প্রজেক্টের একটি ব্যবসা শুরু করেন। ব্যবসা পরিচালনার জন্য বিবাদী আবু লেইছ বিভিন্ন ধাপে মোহাম্মদ বাবরুল হাসান তালুকদার কাছ থেকে মোট ৫১ লাখ টাকা নেন। অভিযোগে বলা হয়েছে , টাকা নেয়ার পর আসামী কাজ শেষ না করেই ২০২৩ সালে ২৩ আগস্ট দেশে ফিরে আসেন। পরে প্রজেক্টের কাজ একা চালাতে গিয়ে বাদী প্রায় ৭৮ লাখ টাকার ক্ষতির মুখে পড়েন । যার অর্ধেক ৩৯ লাখ টাকা আসামীর দায় হিসাবে দাবি করেন। নগদ গৃহীত অর্থসহ মোট ৯০ লাখ টাকা তিনি আসামী আবু লেইছের কাছে পাওনা রয়েছেন বলে উল্লেখ করেছেন। দেশে ফিরে গত ১৯ অক্টোবর তিনি আবু লেইছের সঙ্গে যোগাযোগ করে পাওনা টাকা ফেরত চাইলে সে নানা অজুহাত দেখিয়ে টালবাহানা শুরু করেন। পরে গত ২৪ অক্টোবর দুপুুরে শায়েস্তাগঞ্জ পৌরসভার পুরান বাজার এলাকায় বাবরুলের দেখা হলে আবু লেইছ টাকা দিতে অস্বীকার করেন এবং তাকে ভয়ভীতি প্রাণ নাশের হুমকি দেন।
মোহাম্মদ বাবরুল হাসান তালুকদার জানান, এ বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পরও সমাধান না হওয়ায় তিনি শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।
























