ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ভিপি নুরুল হক নুর আশাকরি আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে Logo হবিগঞ্জের রশিদপুরে আরো ২৯ বিলিয়ন কিউবিক ফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা Logo শহীদ নূর হোসেন দিবস আজ Logo হবিগঞ্জ-১: রেজা কিবরিয়ার যোগদানে বিএনপিতে এখন ত্রিমুখী লড়াই Logo হবিগঞ্জের নতুন ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন Logo ড. ফরিদুর রহমান বদলি, নতুন ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন Logo মসজিদে নামাজরত অবস্থায় ছুরিকাঘাত করে খুন : অভিযুক্ত আটক Logo ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত: শায়েস্তাগঞ্জে তরুণী গ্রেপ্তার Logo ৭ই নভেম্বর ও একজন দেশ প্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন নিয়ে তোড়জোর, বিএনপিতে যোগ দিলেন ড. রেজা কিবরিয়া, বদলে যাচ্ছে সমীকরণ!

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত: শায়েস্তাগঞ্জে তরুণী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ কোটিরগাঁও গ্রামের ফাবিহা (২০) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, ফাবিহা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ‘Sara Suzon’ থেকে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

ঘটনাস্থলে উপস্থিত এক স্থানীয় বাসিন্দা বলেন, পোস্টটি ভাইরাল হওয়ার পর মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। পুলিশ সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ বিষয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, ঘটনাটি জানার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। ওই তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
১১ বার পড়া হয়েছে

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত: শায়েস্তাগঞ্জে তরুণী গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ কোটিরগাঁও গ্রামের ফাবিহা (২০) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, ফাবিহা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ‘Sara Suzon’ থেকে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

ঘটনাস্থলে উপস্থিত এক স্থানীয় বাসিন্দা বলেন, পোস্টটি ভাইরাল হওয়ার পর মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। পুলিশ সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ বিষয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, ঘটনাটি জানার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। ওই তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।