ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নবীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ Logo শায়েস্তাগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত দুই ভাই’র দাফন সম্পন্ন, থামছে না স্বজনদের কান্না Logo ‘দ্রুত নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন’ Logo সাতছড়িতে টিকে আছে একটি মাত্র ‘আসামি বানর’ Logo বিতর্কিত নির্বাচন: সাবেক ২২ ডিসি বাধ্যতামূলক অবসরে Logo নবীগঞ্জে প্রাইভেট কারে আগুনের ঘটনায় নাশকতার মামলা Logo অতীতের যেকোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী: প্রধান উপদেষ্টা Logo শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাত্রসহ নিহত ২, বিয়ের আনন্দ পরিণত হলো বিষাদে Logo নবীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান Logo চুনারুঘাটে আইলে টমেটো ক্ষেতে ব্রোকলি, লাভবান ফারুক আহমেদ

ফ্যাসিবাদের ৬ মাস পেরিয়ে গেলেও সন্ত্রাসীদের এখনও আইনের আওতায় আনা হয়নি -এহসানুল মাহবুব জুবায়ের

অলি আহমদ মাহিন মৌলভীবাজার প্রতিনিধি,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ফ্যাসিবাদের ৬ মাস পেরিয়ে গেলেও সেই সমস্ত সন্ত্রাসীদের এখনও আইনের আওতায় আনা হয়নি। তারা এখনও আমাদেরকে হুংকার দেয়। দেশে ঢুকবো, খুন করবো, গুম করবো, বাড়িঘর জালিয়ে দিব। তারা এখনও এই জাতির শক্তি দেখে নাই। এই ফ্যাসিবাদকে দেশীয়, আন্তর্জাতিকভাবে, ডিপ্লোমেটিকভাবে মোকাবেলা করতে হবে।

শুক্রবার (০৭ ফেব্রæয়ারি) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার যুব বিভাগের আয়োজনে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, আজকে এই জাতি ঐক্যের মাধ্যমে প্রমাণ করেছে ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক, যত আক্রমাণত্বক হোক, যত খুন আর গুম করুক, যতগুলো আয়নাঘর তৈরি করুক, যতগুলো ক্রসফায়ার করুক কোন কিছু দিয়ে তাদের শেষ করা সম্ভব হয়না। এই জাতি যখন জেগে উঠে তখন আর তাদের দমাতে কেউ পারে না।

যুব বিভাগ মৌলভীবাজার জেলার সভাপতি মো: ফখরুল ইসলামের সভাপেিত্ব ও সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ও কুলাউড়া সংসদীয় আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো :শাহেদ আলী, সাবেক জেলা আমীর ও রাজনগর ও মৌলভীবাজার সদর আসনের প্রার্থী মো: আব্দুল মান্নান, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মো. ইয়ামীর আলী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মৌলভীবাজার-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহিন।

প্রধান অতিথি বলেন, ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ ক্ষমতায় এসে বাংলাদেশকে একটি নিয়মতান্ত্রিক বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের দিকে নিয়ে গেছে। বাংলাদেশের অর্থনীতিকে, সমাজ ব্যবস্থাকে, রাষ্ট্রীয় কাঠামোকে, জাতীয় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, ছাত্রসমাজকে, যুবসমাজকে আমাদের সবকিছুকে ধ্বংসের চুড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। লুটপাট যা করেছেন তার একটি সংক্ষিপ্ত বিবরণ এসেছে। প্রতি বছর তারা বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট করেছে। টাকার হিসেবে যা ২৮ হাজার কোটি টাকার উপরে। এই দেশের সমস্ত সম্পদকে লুটপাট করে দলীয়ভাবে তারা সম্পদের পাহাড় গড়েছে। সাড়ে তিনশোর উপর ঘরের মালিক তাদের একটা মন্ত্রী হয়েছেন। এমপি হওয়ার আগে যাদের সম্পদের বিবরণ ছিল এক কোটি টাকা এমপি হবার পরে একেক জন মালিক হয়েছেন শতাধিক কোটি টাকার। ব্যাংকের সমস্ত টাকা তারা লুটপাট করেছেন। ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। ব্যাংকে জমানো টাকা পাওয়া যায়না, এলসি করা যায়না, আমদানিকারক আমদানি করতে পারছে না। সকল কিছু তারা ধ্বংস করে দিয়েছে।

তিনি আরো বলেন, আজকে যুবকদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে, মাদক তুলে দেওয়া হয়েছে, যুবকদের জাতি বিনাসী সমস্ত কাজে ব্যবহার করা হচ্ছে। আমরা আমাদের যুব সমাজকে অস্ত্র মুক্ত, মাদক মুক্ত করতে চাই। তাদেরকে নৈতিক শিক্ষায় উজ্জীবিত করে জাতি এবং রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নেতৃত্বের আসনে দেখতে চাই।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ফ্যাসিবাদ যে হত্যাকান্ড ঘটিয়েছে, যে গুম খুন করেছে, জাতির উপর যে ভয়ংকর দানবের মতো চেপে বসেছিল এই ফ্যাসিবাদের বিচার হবে। আমাদের যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, গত ১৫ বছরে যারা শহীদ হয়েছেন বিশেষ করে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন সেই ফ্যাসিবাদের বিচার করতে হবে। ফ্যাসিবাদের ঠাই বাংলাদেশে হবে না। যারা আমাদের সম্পদ পাচার করেছেন তাদেরকে ফিরিয়ে আনা হবে এবং সম্পদকেও ফিরিয়ে আনা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
১০ বার পড়া হয়েছে

ফ্যাসিবাদের ৬ মাস পেরিয়ে গেলেও সন্ত্রাসীদের এখনও আইনের আওতায় আনা হয়নি -এহসানুল মাহবুব জুবায়ের

আপডেট সময় ০৯:০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ফ্যাসিবাদের ৬ মাস পেরিয়ে গেলেও সেই সমস্ত সন্ত্রাসীদের এখনও আইনের আওতায় আনা হয়নি। তারা এখনও আমাদেরকে হুংকার দেয়। দেশে ঢুকবো, খুন করবো, গুম করবো, বাড়িঘর জালিয়ে দিব। তারা এখনও এই জাতির শক্তি দেখে নাই। এই ফ্যাসিবাদকে দেশীয়, আন্তর্জাতিকভাবে, ডিপ্লোমেটিকভাবে মোকাবেলা করতে হবে।

শুক্রবার (০৭ ফেব্রæয়ারি) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার যুব বিভাগের আয়োজনে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, আজকে এই জাতি ঐক্যের মাধ্যমে প্রমাণ করেছে ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক, যত আক্রমাণত্বক হোক, যত খুন আর গুম করুক, যতগুলো আয়নাঘর তৈরি করুক, যতগুলো ক্রসফায়ার করুক কোন কিছু দিয়ে তাদের শেষ করা সম্ভব হয়না। এই জাতি যখন জেগে উঠে তখন আর তাদের দমাতে কেউ পারে না।

যুব বিভাগ মৌলভীবাজার জেলার সভাপতি মো: ফখরুল ইসলামের সভাপেিত্ব ও সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ও কুলাউড়া সংসদীয় আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো :শাহেদ আলী, সাবেক জেলা আমীর ও রাজনগর ও মৌলভীবাজার সদর আসনের প্রার্থী মো: আব্দুল মান্নান, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মো. ইয়ামীর আলী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মৌলভীবাজার-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহিন।

প্রধান অতিথি বলেন, ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ ক্ষমতায় এসে বাংলাদেশকে একটি নিয়মতান্ত্রিক বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের দিকে নিয়ে গেছে। বাংলাদেশের অর্থনীতিকে, সমাজ ব্যবস্থাকে, রাষ্ট্রীয় কাঠামোকে, জাতীয় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, ছাত্রসমাজকে, যুবসমাজকে আমাদের সবকিছুকে ধ্বংসের চুড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। লুটপাট যা করেছেন তার একটি সংক্ষিপ্ত বিবরণ এসেছে। প্রতি বছর তারা বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট করেছে। টাকার হিসেবে যা ২৮ হাজার কোটি টাকার উপরে। এই দেশের সমস্ত সম্পদকে লুটপাট করে দলীয়ভাবে তারা সম্পদের পাহাড় গড়েছে। সাড়ে তিনশোর উপর ঘরের মালিক তাদের একটা মন্ত্রী হয়েছেন। এমপি হওয়ার আগে যাদের সম্পদের বিবরণ ছিল এক কোটি টাকা এমপি হবার পরে একেক জন মালিক হয়েছেন শতাধিক কোটি টাকার। ব্যাংকের সমস্ত টাকা তারা লুটপাট করেছেন। ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। ব্যাংকে জমানো টাকা পাওয়া যায়না, এলসি করা যায়না, আমদানিকারক আমদানি করতে পারছে না। সকল কিছু তারা ধ্বংস করে দিয়েছে।

তিনি আরো বলেন, আজকে যুবকদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে, মাদক তুলে দেওয়া হয়েছে, যুবকদের জাতি বিনাসী সমস্ত কাজে ব্যবহার করা হচ্ছে। আমরা আমাদের যুব সমাজকে অস্ত্র মুক্ত, মাদক মুক্ত করতে চাই। তাদেরকে নৈতিক শিক্ষায় উজ্জীবিত করে জাতি এবং রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নেতৃত্বের আসনে দেখতে চাই।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ফ্যাসিবাদ যে হত্যাকান্ড ঘটিয়েছে, যে গুম খুন করেছে, জাতির উপর যে ভয়ংকর দানবের মতো চেপে বসেছিল এই ফ্যাসিবাদের বিচার হবে। আমাদের যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, গত ১৫ বছরে যারা শহীদ হয়েছেন বিশেষ করে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন সেই ফ্যাসিবাদের বিচার করতে হবে। ফ্যাসিবাদের ঠাই বাংলাদেশে হবে না। যারা আমাদের সম্পদ পাচার করেছেন তাদেরকে ফিরিয়ে আনা হবে এবং সম্পদকেও ফিরিয়ে আনা হবে।